বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: তরলের ক্ষেত্রে দেখা যায়-

    A
    দুই ধরনের প্রসারণ

    B
    আপাত প্রসারণ

    C
    প্রকৃত প্রসারণ

    Note: Not available
    1. Report
  2. Question: তরল ও পাত্রের প্রসারণ সমান হলে তরলের আপাত প্রসারণ-

    A
    ধনাত্মক হতে পারে

    B
    ঋণাত্মক হতে পারে

    C
    শূন্য হতে পারে

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক?

    A
    বরফ

    B
    লোহা

    C
    তামা

    D
    পানি

    Note: Not available
    1. Report
  4. Question: কোনো বস্তুর আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভর করে?

    A
    ভর

    B
    আয়তন

    C
    উপাদান

    D
    ঘনত্ব

    Note: Not available
    1. Report
  5. Question: কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?

    A
    একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে

    B
    বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে

    C
    েএকক ভরের বস্তুর আয়তনকে

    D
    বস্তুর আয়তনকে

    Note: Not available
    1. Report
  6. Question: তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে-

    A
    এটি একক ভরের সাথে সংশ্লিষ্ট

    B
    এটি বস্তুর উপাদানের ধর্ম

    C
    তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না

    Note: Not available
    1. Report
  7. Question: আপেক্ষিক তাপের ক্ষেত্রে-

    A
    পানির আপেক্ষিক তাপ `4200 JKg^(-1)K^(-1)`

    B
    তামার আপেক্ষিক তাপ `400JKg^(-1)K^(-1)`

    C
    আপেক্ষিক তাপ = ভর/তাপধারণ ক্ষমতা

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো বস্তুর আপেক্ষিক তাপ `210 JKg^(-1)K^(-1)` বলতে বুঝায়-

    A
    1 kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 210J তাপের প্রয়োজন

    B
    210 kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন হয়

    C
    2 kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 420J তাপের প্রয়োজন হয়

    Note: Not available
    1. Report
  9. Question: সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি-

    A
    যাদের তাপধারণ ক্ষমতা বেশি

    B
    যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি

    C
    যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি

    Note: Not available
    1. Report
  10. Question: তামার আপেক্ষিক তাপ `400 Jkg^(-1)K^(-1)` এবং রূপার আপেক্ষিক তাপ 230`Jkg^(-1)K^(-1)` এই তথ্যের আলোকে তিনটিপ সিদ্ধান্ত নেয়া হলো-

    A
    সমপরিমাণ রূপা ও তামার মধ্যে তামার তাপধারণ ক্ষমতা বেশি

    B
    তামার এবং রুপার তৈরি সমপরিমাণ দুটি বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বাড়াতে তামার তাপ বেশি লাগবে

    C
    সমপরিমাণ তামা ও রূপার তাপমাত্রা 1K বাড়াতে রূপায় বেশি তাপ দিতে হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd