বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-

    A
    ভর

    B
    বাহ্যিক ব্যাস

    C
    অভ্যন্তরীণ আয়তন

    Note: Not available
    1. Report
  2. Question: দৈর্ঘ্য প্রসারণ সহগ `alpha`, ক্ষেত্র প্রসারণ সহগ `beta` এবং আয়তন প্রসারণ সহগ `gamma` এর মধ্যে সম্পর্ক-

    A
    `alpha` = `beta`/3=`gamma`/2

    B
    6`alpha` = 3`beta`=2`gamma`

    C
    `alpha` = `beta`/2=`gamma`/3

    Note: Not available
    1. Report
  3. Question: 1m দৈর্ঘের কোনো ইস্পাতের একটি দন্ডের তাপমাত্রা 1k বৃদ্ধি করলে ঐ দন্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-

    A
    0.000011m

    B
    0.00011m

    C
    0.0011cm

    Note: Not available
    1. Report
  4. Question: ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ `11.0x10^(-6)K^(-1)` এর ক্ষেত্র প্রসারণ সহগ-

    A
    `22.0x10^(-6)K^(-1)`

    B
    `0.000022K^(-1)`

    C
    `22x10^(-12)K^(-1)`

    Note: Not available
    1. Report
  5. Question: একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম আয়তনের বিভিন্ন-

    A
    তরলের প্রসারণ বিভিন্ন হয়

    B
    তরলের প্রসারণ একই হয়

    C
    তরল বিভিন্ন তাপীয় প্রসারণ প্রদর্শন করে

    Note: Not available
    1. Report
  6. Question: তরল পদার্থের নির্দিষ্ট-

    A
    দৈর্ঘ্য নেই

    B
    ক্ষেত্রফল নেই

    C
    আয়তন আছে

    Note: Not available
    1. Report
  7. Question: তরলের প্রকৃত প্রসরণ `Delta v_r`, আপাত প্রসারণ `Delta V_a` এবং পাত্রের প্রসারণ `Delta V_g` হলে-

    A
    `Delta V_r = Delta V_a + Delta V_g`

    B
    `Delta V_a = Delta V_r-Delta V_g`

    C
    `Delta V_r=Delta V_a-Delta V_g`

    Note: Not available
    1. Report
  8. Question: পানির অবস্থাগুলো নির্ভরশীল-

    A
    বায়ুচাপের ওপর

    B
    সময়ের ওপর

    C
    তাপমাত্রার ওপর

    Note: Not available
    1. Report
  9. Question: পানির অবস্থাগুলো হলো-

    A
    বরফ

    B
    পানি

    C
    জলীয় বাষ্প

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো পাত্রে তরল নিয়ে উত্তপ্ত করলে-

    A
    পূর্বে পাত্র এবং পরে তরল প্রসারিত হয়

    B
    পূর্বে তরর এবং পরে পাত্র প্রসারিত হয়

    C
    পাত্র এবং তরল উভয়ই তাপ গ্রহণ করে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd