বল
 
  1. Question: পরস্পরোর সংস্পর্শে থেকে দুটি তল একে অপরের উপর দিয়ে চললে এদের মিলন হতলে বেশি ঘর্ষণ সৃষ্টি হবে যদি-

    A
    তলের উঁচু-নিচু খাঁজ বেশি হয়

    B
    খাঁজসমূহ গভীর হয়

    C
    তলদ্বয় পরস্পরের সাপেক্ষে তুলনামূলক বেশি বেগে চলে

    Note: Not available
    1. Report
  2. Question: স্থিতি ঘর্ষণ-

    A
    দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল হলে উৎপত্তি হয়

    B
    বস্তুতে গতির সৃষ্টি করতে পারে না

    C
    বস্তুতে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ বল কাজ করে

    Note: Not available
    1. Report
  3. Question: পিচ্ছিল রাস্তায় চলার সময় অনেক সময় আমরা পড়ে যাই এবং পিছলিয়ে অনেকটা দূরত্ব অতিক্রম করি। এক্ষেত্রে-

    A
    বিসর্প ঘর্ষণের মান অত্যন্ত কম থাকে

    B
    স্থিতি ঘর্ষণ ক্রিয়া করে না

    C
    আবর্ত ঘর্ষণ ক্রিয়াশীল থাকে

    Note: যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘঢ়ষে চলতে চেষ্টা করে বা চলে তখন সে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো গর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে।
    1. Report
  4. Question: ভ্রমণের সময় মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানো লাগেজ ব্যবহার করি। এক্ষেত্রে-

    A
    লাগেজে ঢাকা না থাকলে এটিকে এক স্থান থেকে অন্য স্থানে পিছলিয়ে টেনে নিতে বেশ কষ্ট হতো

    B
    চাকা লাগানোর ফলে লাগেজ টেনে নেওয়া বেশ সহজতর হয়

    C
    আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণের তুলনায় বেশি

    Note: Not available
    1. Report
  5. Question: দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময়-

    A
    প্রযুক্ত বলদ্বয়ের একটিকে ক্রিয়া ও অপরটিকে প্রতিক্রিয়া বলা হয়

    B
    ক্রিয়াশীল বলদ্বয় মানে সমান কিন্তু বিপরীতমুখী

    C
    ক্রিয়া ও প্রতিক্রিয়া ব্যতীত বাহ্যিক কোনো বল বস্তুদ্বয়ের ওপর কাজ করে না

    Note: Not available
    1. Report
  6. Question: বন্দুক দিয়ে গুলি ছুড়লে আমরা আমাদের কাঁধে পিছনের দিকে ধাক্কা অনুভব করি কারণ-

    A
    বন্দুকের গুলির ভরবেগ বন্দুকের ভরবেগের তুলনায় বেশি

    B
    গুলির ভরবেগ বন্দুকে ভরবেগের সমান ও বিপরীতমুখী

    C
    বন্দুকে ও গুলির ভরবেগের সমষ্টি শূন্য

    Note: ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বন্দুক থেকে গুলি ছুড়লে আমরা আমাদের কাঁধে পিছনের দিকে ধাক্কা দেয়।
    1. Report
  7. Question: নিরাপদ ভ্রমণে-

    A
    গাড়ির বেগ নিয়ন্ত্রণযোগ্য হওয়া উচিত

    B
    গাড়ির বেগ ন্যূনতম একটি মানের চেয়ে কম হতে পারবে না

    C
    গন্তব্যস্থলে যাওয়ার রাসআত এবং পরিবেশ সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন

    Note: খোলা অবস্থায় প্যারাসুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হওয়ায় বায়ুর বাধার পরিমাণও বেশি হয়। যার ফলে আরোহীর পতনের গতি অনেক হ্রাস পায়। ফলে আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে।
    1. Report
  8. Question: নিরাপদে গাড়ি চালনার জন্য-

    A
    দুপাশের সংকেত দেওয়ার বাতিগুলো সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিতে হবে

    B
    গাড়িতে ব্যবহৃত দর্পণগুলো সঠিকভাবে উপযোজন করে নিতে হবে

    C
    ড্রাইভার এবং আরোহীদের সিট বেল্ট বেঁধে নেওয়া উচিত

    Note: Not available
    1. Report
  9. Question: গাড়ি চালকের নাগরিক দায়িত্ব-

    A
    ট্রাফিক সাইন মেনে চলা

    B
    ট্রাফিস আেইন মেনে চলা

    C
    গাড়ির সিডি প্লেয়ার পরীক্ষা করা

    Note: Not available
    1. Report
  10. Question: প্রবাহী ঘর্ষণ ক্রিয়া করে-

    A
    পানির মধ্য দিয়ে সাতার কাটার সময়

    B
    প্যারাসুটে করে নিচে নামার সময়

    C
    মেঝেতে মার্বেল গড়িয়ে যাবার সময়

    Note: যখন কোন বস্তু যে কোন প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd