Question:কতিবাংশে কবি পিতামাতা ও গুরুজনদের দেবতুল্য মনে করতে বলেছেন কেন?
Answer
পিতামাতা ও গুরুজনেরা আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। তাঁদের উপদেশ অনুযায়ী চললে আমরা জীবনে উন্নতি করতে পারব। দেবতা বা ধর্মীয় গুরুরা আমাদের সঠিকভাবে জীবনযাপনের পথ দেখান। তেমনি পিতামাতা ও গুরুজনেরাও আমাদের ভালো মানুষ হবার উপদেশ দেন। এজন্য কবি তাঁদেরকে দেবতার সমতুল্য মনে করেছেন।