1. Question:মাছরাঙা কীভাবে মাছ শিকার করে? 

    Answer
    মাছ শিকারে মাছরাঙা খুবই দক্ষ। এর অনেক উঁচু থেকে পানিতে ঝাঁপ দিয়ে দুই ঠোঁটে মাছ তুলে আনে।

    1. Report
  2. Question:কাকের ঠোঁট কেমন? 

    Answer
    কাকের ঠোঁট খুব শক্ত।

    1. Report
  3. Question:কোন পাখি কাককে বোকা বানায়? কীভাবে? 

    Answer
    কোকিল পাখি কাককে বোকা বানায়। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে আর কাক কোকিলের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। এভাবে কোকিল পাখি কাককে বোকা বানায়।

    1. Report
  4. Question:কাক কেন উঁচু স্বরে ডাকতে থাকে? 

    Answer
    যখন অন্য কাকের বিপদ ঘটে তখন কাক উঁচু স্বরে ডাকতে থাকে। এতে সব কাক একত্র হয়ে বিপ থেকে ওই কাককে উদ্ধারের চেষ্টা করে।

    1. Report
  5. Question:পৃথিবীর সবেচেয় বড় পাখির নাম কী? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

    Answer
    পৃথিবীর সবেচেয়ে বড় পাখির নাম উটপাখি। এটির ইংরেজি নাম অস্ট্রিচ। এটি পাখি হলেও অন্যান্য পাখিদের মতো উড়তে পারে না। তবে এরা অনেক দ্রুত দৌড়াতে পারে। এদের ডিম ফুটবলের মতো বড় হয় এবং এই ডিমের খোসা এত শক্ত যে, একটা মানুষ এর ওপর দাঁড়ালেও এটি ভাঙে না।

    1. Report
  6. Question:উটপাখি কোথায় ববসাব করে? এদের খাবা সম্পর্কে লেখো। 

    Answer
    উটপাখি বসবাস করে মরুভূমিতে। বালি খুঁড়ে এর বাসা তৈরি করে। উটপাখি মোটামুটি সব রকমের খাবারই খায়। যেমন- মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। এর লবণ খেতে খুব ভালোবাসে। উটপাখির খিদে অনেক বেশি। খিদে পেলে এরা সামনে যা পায় তাই গিলতে শুরু করে।

    1. Report
  7. Question:উটপাখির শারীরিক গঠন সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ১। উটপাখির শরীর অনেকটা গোলাকৃতির  হয়।
    ২। এদর গায়ের পশম সাধারণত কালো রঙের হয়ে থাকে।
    ৩। উটপাখির গলা ও পা অনেক লম্বা।
    ৪। এ পাখির ওজন প্রায় ৬৩ থেকে ১৪৫ কেজি হয়।
    ৫। উটপাখি আকারে অনেক বড় হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে বড় পাখি।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd