1. Question:কামরুল হাসান কেন কিশোর সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন? 

    Answer
    কিশোরদের সহজ সরল জীবনের কথা বলতে কামরুল হাসান কিশোর সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। এছাড়াও তিনি তাদের সততা, দেশপ্রেম ও মানুষকে ভালোবাসতে শেখাতেন।

    1. Report
  2. Question:জয়নুল আবেদীন কে ছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    জয়নুল আবেদীন ছিলেন বাংলাদেশের একজন বড় অঙ্কন শিল্পী। ছবি এঁকে তিনি পৃথিবী বিখ্যাত হয়েছেন। ১৯৪৩ সালে বাংলাদেশে দুভিক্ষ হয়েছিল। তখন মানুষের যে কষ্ট তিনি দেখেছিলেন সেগুলো সারা পৃথিবীকে জানানোর জন্য ছবি এঁকেছিলেন। দুর্ভিক্ষের এই ছবি তাঁকে পৃথিবীর মানুষের কাছে ভালোভাবে পরিচিত করে তোলে।

    1. Report
  3. Question:লোকশিল্প জাদুঘর সম্পর্কে লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    জয়নুল আবেদীন বাংলাদেশের সোনারগাঁওয়ে একটি জাদুঘর তৈরি করেন। জাদুঘরটি লোকশিল্প জাদুঘর নামে পরিচিত। এই জাদুঘরে কাঠের তৈরি জিনিষি, মুখোশ, মাটির পুতুল, মাটির পাত্র, বাঁশ, লোহা-কাঁসার তৈরি নানা জিনিস পাওয়া যায়। এখানে জামাদানি শাড়ি আর নকশী কাঁথাও পাওয়া যায়। গ্রামীণ জিনিসপত্রকে সবার সাথে পরিচিত করার জন্য জয়নুল আবেদীন এ জাদুঘর তৈরি করেন।

    1. Report
  4. Question:বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    লোকশিল্প সর্ম্পকে পাঁচটি বাক্য :
    ১। গ্রামের মানুষের তৈরি শিল্পকে বলে লোকশিল্প।
    ২। লোকশিল্পের মধ্যে কাঠের তৈরি জিনিস, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ-লোহা-কাঁশার তৈরি নানা জিনিস ইত্যাদি উল্লেখযোগ্য।
    ৩। এসব জিনিসপত্র গ্রামীণ মানুষের ঐতিহ্যকে ধারণ করে।
    ৪। নকশী কাঁথা, জামদানি শাড়ি ইত্যাদি দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
    ৫। লোকশিল্প সারা বিশ্বের মানুষের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।

    1. Report
  5. Question:১৯৪৫ সালে প্রত্রিকায় কোন প্রতিযোগিতার খবর প্রকাশিত হয়েছিল? 

    Answer
    ১৯৪৫ সালে সারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতার খবর প্রকাশিত হয়েছিল।

    1. Report
  6. Question:কার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়? 

    Answer
    পাকিস্তানিদের সেনানায়ক ইয়াহিয়ার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়।

    1. Report
  7. Question:কামরুল হাসানের বাবা ও মায়ের নাম কী? 

    Answer
    কামরুল হাসানের বাবার নাম মোহাম্মদ হাশিম ও মায়ের নাম আলিয়া খাতুন।

    1. Report
  8. Question:কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি আর কী কী করতেন? 

    Answer
    কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি শরীরচর্চা করতেন। এছাড়া তিনি দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছিলেন।

    1. Report
  9. Question:কামরুল হাসানের ছবিতে কী ফুটে উঠেছে? 

    Answer
    কামরুল হাসানের ছবিতে মানুষ ও দেশেল প্রতি ভালোবাসা ফুটে উঠেছে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd