Question:তপু গ্রাম থেকে কোন খেলা শিখেছে এবং খেলাটি কজন মিলে খেলা যায়?
Answer
তপু গ্রাম থেকে কানামাছি খেলা শিখেছে এবং খেলাটি সবাই মিলে দলবেঁধে কেলা যায়।
Question:তপু গ্রাম থেকে কোন খেলা শিখেছে এবং খেলাটি কজন মিলে খেলা যায়?
তপু গ্রাম থেকে কানামাছি খেলা শিখেছে এবং খেলাটি সবাই মিলে দলবেঁধে কেলা যায়।
Question:শ্যমল তার পরিবারের সাথে কেন মামার বাড়িতে বেড়াতে যায়?
শ্যামল তার পরিবারের সাথে গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য মামার বাড়িতে বেড়াতে যায়। এতে তার নানা-মামি খুব খুশি হয়, শ্যামল তার মামাতো ভাইবোনদের সাথে নানারকম মজার খেলা খেলে থাকে।
Question:শ্যমল মামাবাড়িতে কোন খেলার কথা বলে? খেলাটি কীভাবে খেলে?
শ্যামল মামার বাড়িতে ‘কানামাছি ভোঁ ভোঁ’ খেলার কথা বলে। খেলাটির শুরুতেই শ্যমলের চোখ বেঁধে দেওয়া হয়। তাপর সকলকে সে ধরার চেষ্টা করে ব্যর্থ হলেও তাল ছাড়ে না। হঠাৎ তার বোন শারমিনকে ধরতে পাবার পর তার মুক্তি মেলে । পরে তার বোন শারমিনের চোখ বেঁধে দেওয়া হয়। এভাবেই সকলে আনন্দের সাথে খেলতে থাকে।
Question:কানামাছি খেলার নিয়ম সম্পর্কে তিনটি বাক্য লেখো।
কানামাছির খেলার তিনটি নিয়ম হলো: ১। একজনের চোখ ভালোভাবে বাঁধা থাকে যে চোখ বাঁধা অবস্থায় অন্যদের ধরার চেষ্টা করে। ২। সকলে তার পাশে মাছির ঝাঁকের মতো ঘুরতে থাকে। ৩। খেলা চলাকালীন সকলে নানারকম ছড়া বলতে থাকে।
Question:মামাবাড়িতে তপৃু কীভাবে সময় কাটায়?
দুপুরবেলা তপু সবার সাথে মিলে মিছিমিছি বনভোজন করে। বিকেলে সে কেলা করে। আর রাতে উঠোনে মাদুর পেতে সবার সাথে গল্প করে।
Question:কানামাছি খেলার শুরুতে কার চোখ বাঁধা হয়েছিল?
কানামাছি খেলার শুরুতে রাতুলের চোখ বাঁধা হয়েছিল।
Question:চোখ বাঁধা অবস্থায় রাতুল কাকে ধরতে পেরেছিল?
চোখ বাঁধা অবস্থায় রাতুল কান্তাকে ধরতে পেরেছিল।
Question:তপুর কথা শুনে সবাই হেসে উঠল কেন?
সন্ধ্যার পরে বাড়ির উঠানে সবাই গল্প করতে বসেছিল। তখন তপু হঠাৎ করে কানামাছি খেলার কথা বলায় সবাই মজা পেয়ে হেসে উঠেছিল।