Question:কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
Answer
কবিতাংশটুকু ‘ঘুড়ি’ কবিতার অংশ।
Question:কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
কবিতাংশটুকু ‘ঘুড়ি’ কবিতার অংশ।
Question:হলদে সবুজে মন মাতায় কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
আকাশে হলুদ, সবুজ নানা রঙের ঘুড়ি উড়ে বেড়ায়। নানা রঙের ঘুড়িতে পরিবেশও রঙিন হয়ে ওঠে। যা সবাই উপভোগ করে।
Question:ঘুড়িরা কীভাবে উড়ছে?
ঘুড়িরা হালকা বাতাসে উড়ছে। গোধূলির ঝিকিমিকি আলোয় নানা রঙের ঘুড়িগুলো বনের মাথায় উড়ছে।
Question:সুতায় টান পড়লে ঘুড়ির কী অবস্থা হয়?
সুতায় টান পড়লে আকাশে ঘুড়িরা হোঁচট খায়। তখন ঘুড়িকে সামলানো কঠিন হয়ে পড়ে। ঘুড়ি টালমাটাল হয়ে ওঠানামা করতে থাকে।
Question:প্যাচ লেগে গেলে ঘুড়ির কী অবস্থা হয়?
প্যাচ লেগে গেলে ঘুড়ি কেটে পালায়। তখন আকাশের কোথায় কার হাতে গিয়ে পড়ে কেউ তার খবর জানে না।