Question:একাত্তরে পাকিস্তানি বাহিনী কী অত্যাচার করেছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
Answer
পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মানুষকে হত্যা করে। সে রাতে তা পিলখানায় ঢুকে বাঙালি পুলিশদের গুলি করে হত্যা করে। তা শহিদ মিনারও ভেঙে ফেলেছিল। এছাড়া তারা আমাদের দেশের শ্রেস্ঠ মানুষদের হত্যা করেছিল। বাংলাাদেশের দখলের জন্য তারা সবরকম অন্যায় চেষ্টা করেছিল।