1. Question:হাওয়া নেমে গেলে কী ঘটে? 

    Answer
    হাওয়া নেমে গেলে তালগাছের আর উড়ে যেতে মন চায় না। পৃথিবীর মাটিকে তার অনেক বেশি আপন মনে হয়।

    1. Report
  2. Question:তালগাছের মনে কী সাধ জাগে? 

    Answer
    তালগাছের মনে উড়ে যাবার সাধ জাগে। তালগাছ পাখির মতো ডান মেলে কালো মেঘ ফুঁড়ে একেবারে উড়ে যেতে চায়।

    1. Report
  3. Question:তালগাছ কাকে তার ডানা মনে করে? 

    Answer
    তালগাছ তার গোল গোল পাতাকে ডানা মনে করে।

    1. Report
  4. Question:কখন তালগাছের পাতা কাঁপা থেকে যায়? 

    Answer
    যখন হাওয়া থেমে যায় তখন তালগাছের পাতা কাঁপাও থেমে যায়। তখন তার মন মাটির কাছে ফেরে।

    1. Report
  5. Question:তালগাছ কাকে তার মা বলে ভাবে? 

    Answer
    তালগাছ মাটিকে তার মা বলে ভাবে।

    1. Report
  6. Question:তালগাছের কখন পৃথিবীর কোণটিকে ভালো লাগে? 

    Answer
    যখন হাওয়া থেমে যায় তখন তালগাছ মাটিকে তার মা বলে ভাবে। আর তখনই পৃথিবীর কোনটিকে ভালো লাগে তালগাছের।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd