1. Question:ফুটওভার ব্রিজ কী? 

    Answer
    রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতুকে ফুটওভার ব্রিজ বলে। লোকজন এটাকে দিয়ে হেঁটে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যায়।

    1. Report
  2. Question:ফুটওভারব্রিজ দিয়ে চলাচল নিরাপদ কেন? 

    Answer
    ফুটওভারব্রিজগুলো রাস্তা পারাপারের জন্য তৈরি করা হয়েছে। ব্যস্ত রাস্তায় পারাপার হতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ফুটওভারব্রিজ দিয়ে চলাচল নিরাপদ।

    1. Report
  3. Question:জেব্রাক্রসিংক কী? 

    Answer
    জেব্রার গায়ের মতো কালো দাগ কাটা রাস্তা পারাপারের জায়গাকে জেব্রাক্রসিং বলে। জেব্রাক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায়।

    1. Report
  4. Question:ফ্লাইওভার কী? 

    Answer
    রাস্তার ওপর যানবাহন চলাচলের সেতুকে ফ্লাইওভার উড়াল সেতু বলে। বড় বড় শহরে ফ্লাইওভার দেখা যায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd