Question:আমগাছে ডালে কী ছিল?
Answer
আমগাছের ডালে বড় একটা মৌচাক ছিল।
Question:আমগাছে ডালে কী ছিল?
আমগাছের ডালে বড় একটা মৌচাক ছিল।
Question:গাছের ফল ধরে কীভাবে?
পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়। এভাবেই গাছে ফল ধরে।
Question:বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য- ১। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এ ছয়টি ঋতু রয়েছে। ২। প্রতিটি ঋতুতে নানা রকমের ফুল ও ফল পাওয়া যায়। ৩। গ্রীষ্ম কালে পাকা আম খেতে আমরা খুব পছন্দ করি। ৪। হেমন্তকালে কৃষকরা নতুন ফসল ঘরে তোলে। ৫। বসন্তকালকে ঋতুরাজ বলা হয়।
Question:৫টি বাক্যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।
বাংরাদেশের প্রকৃতি আমাদের মুগ্ধ করে। এদেশের প্রকৃতি প্রধানত সবুজ। গাছ-লতাপাতা, ফসলের মাছ সর্বত্রই সবুজের ছড়াছড়ি। সবুজ পাহাড়, নদী-নালা, সমুদ্র সবকিছু মিলেই আমাদের প্রকৃতি। ষড়ঋতুর বৈচিত্র্যে, নানা ফুল ও ফলে এদেশেল প্রকৃতি হয়ে ওঠে আরও বেশি সুন্দর।
Question:‘এদেশের জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করি’- বুজিয়ে লেখো।
বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এদেশের ঋতুবৈচিত্র্যে প্রকৃতিতে আসে নানা পরিবর্তন। প্রাকৃতিক সৌন্দর্যেও বাংলাদেশের তুলনা হয় না। প্রকৃতির সবকিছুই আমাদের অত্যন্ত আপন। এছাড়াও আমরা সবাই একে অন্যের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। এজন্য এদেশে জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করি।
Question:সূর্য ওঠার পূর্বদেশ কোনটি?
সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ।
Question:কোন দেশ নদীর দেশ?
সূর্য দেশ নদীর দেশ।
Question:কে মাতৃভাষা শেখালেন?
মা মাতৃভাষা শেখালেন।
Question:দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে?
মা তাঁর স্নেহ, মায়া ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি আলো-বাতাস, মায়া-মমতা ও সৌন্দর্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মা যেমন তাঁর আঁচল দিয়ে সন্তানকে ছায়া দেন, দেশও তেমনি প্রকৃতির আঁচল দিয়ে সন্তানকে ছায়া দেন, দেশও তেমনি প্রকৃতির আছল দিয়ে আমাদের ছায়া দেয়। তাই দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।
Question:বাঙলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
বাঙলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে পাঁচটি বাক্য : ১। বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা। ২। বাংলাদেশে ছয়টি ঋতুতে প্রকৃতি নানা সাজে সেজে ওঠে। ৩। অসংখ্য নদী থাকায় এ দেশকে তেরো শত নদীর দেশ বলা হয়। ৪। বাংলাদেশের গ্রামীন প্রকৃতি ভারি সুন্দর। ৫। এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত আছে।