Question:শব্দ দূষণ কী?
Answer
শব্দের আধিক্য আমাদের দেহ ও মনের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে।
Question:শব্দ দূষণ কী?
শব্দের আধিক্য আমাদের দেহ ও মনের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে।
Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে?
কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক হতে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
Question:পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা কর।
পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কারণ এই তরঙ্গ পানির কণার স্পন্দনের দিকে সাথে সমকোণো অগ্রসর হয় এবং তরঙ্গে পর্যায়ক্রমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ থাকে।
Question:অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
যে তরঙ্গ মাধ্যমের কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য বলে।
Question:বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি কেন?
বায়ু অপেক্ষা পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে শব্দের বেগ বেশি। আমরা জানি, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন এবং বায়ুর তুলনায় পানির স্থিতিস্থাপকতা ধর্ম অনেক বেশি। তাই একই কম্পাঙ্কের শব্দ যখন বায়ু ও পানির মধ্য দিয়ে গমন করে, তখন বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তর মানের হয়। তাই `v = flambda` সূত্রানুসারে কম্পাঙ্ক (f) ধ্রুব থাকায় বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হয়।
Question:যান্ত্রিক তরঙ্গ কী?
কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
Question:শব্দের তীব্রতা `2Wm^(-2)` বলতে কী বোঝ?
শব্দের তীব্রতা `2m^(-2)` বলতে বুঝায় শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে `1m^2` ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 2J শব্দশক্তি প্রবাহিত হয়।
Question:অনুপ্রস্থ তরঙ্গ কী?
যে তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
Question:সব প্রতিফলিত শব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে? ব্যাখ্যা কর।
সব প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না। কোনো শ্বদ শোনার পর সেই শব্দের রেশ প্রায় 1/10 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। ফলে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে উৎস থেকে এমন দূরত্বে রাখতে হবে যেন মূল শ্বদ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 1/10 সেকেন্ড সময় নেয়। 0.1 সেকেন্ডের কম সময়ে আগত প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না বলে সব প্রতিফলিত শ্বদ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না।
Question:জাতি (Timbre) কী?
সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে গুণ বা জাতি বলে।