পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:কীভাবে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে? 

    Answer
    চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে। এটি রড ও কোন নামে কতগুলো স্নায়ুতন্ত্র দ্বারা তৈরি। এই তন্ত্রগুলো চক্ষু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। রেটিনার উপর আলো পড়লে তা ঐ স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে।

    1. Report
  2. Question:আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 

    Answer
    মানুষের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড।

    1. Report
  3. Question:হ্রস্বদৃষ্টি কী ধরনের ত্রুটি- ব্যাখ্যা কর। 

    Answer
    হ্রস্বদৃষ্টি ত্রুটিগ্রস্থ চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। এমন কি এই দূরত্ব চোখের নিকট বিন্দু 25 cm এরও কম হয়। সুতরাং চোখের নিকটবিন্দু 25cm এর কম হলে হ্রস্বদৃষ্টি ত্রুটিসম্পন্ন বলে ধরে নেওয়া হয়। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ, অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়।

    1. Report
  4. Question:চোখের প্রধান ত্রুটি কয়টি? 

    Answer
    চোখের প্রধান ত্রুটি দুইটি।

    1. Report
  5. Question:হ্রস্বদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের নিকটবিন্দু কমে যায় কেন? 

    Answer
    স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে 25 সে.মি. দূরত্বে অবস্থিত হয়। কিন্তু হ্রস্বদৃষ্টি সম্পন্ন চোখের অভিসারী ক্ষমতা স্বাভাবিক চোখের চেয়ে অনেক বেশি হয়। ফলে এরূপ চোখের ক্ষেত্রে 25 সে.মি. অপেক্ষা অনেক কম দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখা সম্ভব হয় বলে এর নিকটবিন্দু স্বাভাবিক চোখের নিকটবিন্দু অপেক্ষা নিকটতর হয়।

    1. Report
  6. Question:মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ কী? 

    Answer
    আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরীচিকা সৃষ্টি হয়।

    1. Report
  7. Question:দৈনন্দিন জীবনে আলোর প্রতিসরণের ব্যবহার সংক্ষেপে আলোচনা কর। 

    Answer
    চোখের ত্রুটি দূর করার জন্য আমরা নির্দিষ্ট ক্ষমতার লেন্স দ্বারা তৈরি চশমা ব্যবহার করি। চশমার মধ্য দিয়ে আগত আলোকরশ্মি প্রতিসৃত হয়ে চোখে পড়ে এবং বস্তু সঠিকভাবে দেখতে সহায়তা করে। সুতরাং দৃষ্টির ত্রুটি করতে আলোর প্রতিসরণ কাজ করে। আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখি, টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস বড় করে দেখি। এসব যন্ত্রে আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবাহর করা হয়। স্বাস্থ্যের ক্ষেত্রেও টেলিযোগাযোগে আমরা যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি তাও আলোর প্রতিসরণ ধর্মের অবদান।

    1. Report
  8. Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? 

    Answer
    েআলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবতর্ে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

    1. Report
  9. Question:শীতকালে ঐ ধরনের ঘটনা দেখা যায়নি কেন? 

    Answer
    শীতকালে উপরেরা বায়ুস্তর হালকা এবং ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঘন থাকে। আলোক রশ্মি উপরের হালকা মাধ্যম থেকে নিচের ঘন মাধ্যমে আপতিত হলে, কোনো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। এজন্য শীতকালে রাস্তা ভেজা দেখা যায় না।

    1. Report
  10. Question:আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বিবৃত কর। 

    Answer
    একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd