পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:হীরকের সং্কট কোণ `24^0` বলতে কী বোঝ/ 

    Answer
    হীরকের সঙ্কট কোণ `24^0` বলতে বুঝায় হীরক হতে বায়ুতে আলোর প্রতিসরণের সময় `24^0` কোণে আলো আপতিত হলে প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণ `90^0` হয়। আপতিত রশ্মি `24^0` অপেক্ষা বেশি কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।

    1. Report
  2. Question:প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ক্রান্তি কোণের সমান হলে কী ঘটে? 

    Answer
    প্রতিসরণের কোণ `90^0` হয় বা প্রতিসরিত রশ্মি সঙশ্লিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে ঘেঁষে চলে যায়।

    1. Report
  3. Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কী বোঝ? 

    Answer
    আলো আলোকীয়ভাবে ঘনতর মাধ্যম হতে লঘুতর মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কোণ মাধ্যমদ্বয়ের মধ্যকার সঙ্কট কোণ অপেক্ষা বেশি হলে কোনো আলোক প্রতিসরণ ঘটে না, বরং প্রতিফলনের নিয়ম মেনে সকল আলো প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়। এই ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

    1. Report
  4. Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তসমূহ লিখ। 

    Answer
    পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে হলে দুইটি শর্ত পূরণ করতে হয়। যথা-
    ১. আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের অভিমুখে যেতে হবে এবং দুই মাধ্যমের বিভেদতলে আপতিত হতে হবে।
    ২. ঘন মাধ্যমে আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে।

    1. Report
  5. Question:অপটিক্যাল ফাইবারে কীভাবে আলো বহন করা হয়- ব্যাখ্যা কর। 

    Answer
    অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় খুব সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট কাচতন্তু দ্বারা। এই তন্তুর প্রতিসরাঙ্ক 1.7। ফাইবারের উপর অপেক্ষাকৃত কম প্রতিসরাঙ্কের (1.5) পদার্থের একটি আবরণ দেওয়া হয়। ফািইবারের একপ্রান্তে ক্ষুদ্র কোণে আপতিত আলোক রশ্মি ফাইবারের ভিতরে বারবর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে।

    1. Report
  6. Question:স্বাস্থক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কী কাজে লাগে- ব্যা্খ্যা কর। 

    Answer
    কোনো রোগীর পাকস্থলির ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভেতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়। এই আলোক নলের এক সেট অপটিক্যাল ফাইবার দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলির দেয়অলের সংশ্লিষ্ট অশকে আলোকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে আলোকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে বাইরে দেখা যায়। এই পদ্ধতি এন্ডোস্কোপি নামে পরিচিত। এভাবে আলোকনল ঢুকিয়ে রক্তবাহী ধমনি বা শিরার ব্লক বা হৃৎপিন্ডের ভালবগুলোর ক্রিয়া দেখা যায়।

    1. Report
  7. Question:উত্তল লেন্সের প্রধান ফোকাস এবং অবতল লেন্সের প্রধান ফোকাসের পার্থক্য কী? 

    Answer
    উত্তল লেন্সের প্রধান ফোকাস বাস্তববিন্দু এবং অবতল লেন্সের প্রধান ফোকাস অবাস্তব বিন্দু। উত্তল লেন্সের ফোকাস লেন্সের যে পাশ হতে আলো আসে তার বিপরীত পাশে অবস্থিত, আর অবতল লেন্সের প্রধান ফোকাস লেন্সের যে পাশ হতে আলো আসে সে পাশে অবস্থিত।

    1. Report
  8. Question:ফোকাস তল বলতে কী বোঝ? 

    Answer
    প্রধান ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত সমতলকে ফোকাস তল বলে। অসীম দূরত্বে অবস্থিত লক্ষ বস্তু হতে আলো এসে লেন্সে প্রতিসরণের পর ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে।

    1. Report
  9. Question:লেন্সে রশ্মিচিত্র অঙ্কনের তিনটি নিয়ম লিখ। 

    Answer
    লেন্সে রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী হলো-
    ১. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়।
    ২. লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়(অবতল লেন্সে)।
    ৩. লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস অভিমুখী (অবতল লেন্সে) আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়।

    1. Report
  10. Question:উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    উত্তল লেন্সের আলোক কেন্দ্র হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। প্রতিসরণের পর আলোক রশ্মিসমূহ প্রধান ফোকাসে প্রকৃতপক্ষে মিলিত হয় বলে এক্ষেত্রে প্রধান ফোকাস বিন্দুটি ধনাত্মক এবং ফোকাস দূরত্বও ধনাত্মক। উত্তল লেন্স অভিসারী ক্ষমতাসম্পন্ন বলে এর ক্ষমতা ধনাত্মক এবং ফোকাস দূরত্ব ক্ষমতার বিপরীত রাশি বলে এটিও ধনাত্মক।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd