পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 

    Answer
    আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়।

    1. Report
  2. Question:লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাসের সংজ্ঞা দাও। 

    Answer
    লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্সের ক্ষেত্রে) অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (অবতল লেন্সের ক্ষেত্রে) সেই বিন্দুতে লেন্সের প্রধান ফোকাস বলে।

    1. Report
  3. Question:লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? 

    Answer
    লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে।

    1. Report
  4. Question:আইরিশ কী? 

    Answer
    আইরিশ হলো চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা।

    1. Report
  5. Question:অ্যাকুয়াস হিউমার কী? 

    Answer
    কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ ও লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে।

    1. Report
  6. Question:চোখের উপযোজন কাকে বলে? 

    Answer
    যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে।

    1. Report
  7. Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কাকে বলে? 

    Answer
    যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রন্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে।

    1. Report
  8. Question:চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি কী? 

    Answer
    চোখের হ্রস্ব দৃষ্টি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস ভালভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।

    1. Report
  9. Question:চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী? 

    Answer
    চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি প্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না।

    1. Report
  10. Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? 

    Answer
    পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd