হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: নিম্নের কোন বক্তব্যটি সত্য?

    A
    কোন সম্পত্তি বৃদ্ধি করলে তোমাকে অবশ্যই কোন দায় অথবা মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি করতে হবে

    B
    কোন সম্পত্তি বৃদ্ধি করলে তোমাকে অবশ্যই অপর একটি সম্পদ কমাতে হবে

    C
    কোন সম্পত্তি বৃদ্ধি করলে তোমাকে অবশ্যই অপর একটি সম্পত্তি বৃদ্ধি করতে হবে

    D
    উপরের কোনটিই নয়

    Note: ‘ক’ এর ব্যক্তব্য টি সম্পূর্ণ সত্য নয়। কারণ কোন সম্পত্তি বৃদ্ধি করলে দায় অথবা মালিকানা স্বত্ত্ব না বৃদ্ধি করে অপর একটি সম্পদ হ্রাস করা যেতে পারে। ‘খ’ এর মত, কোন সম্পদ বৃদ্ধি করলে অপর একটি সম্পদ হ্রাস না করে মালিকানা স্বত্ত্ব বা দায় বৃদ্ধি করা যেতে পারে। ‘গ’ এর বক্তব্যটি দায় অথবা মালিকানা বৃদ্ধি করা হয়। অতএব এখানে কোনা সঠিক উত্তর নাই।
    1. Report
  2. Question: পুঞ্জিভূত/জমাকৃত অবচিতির উদাহরণ হল-

    A
    একটি ব্যয়ের

    B
    একটি অলিখিত আয়ের

    C
    একটি দায়ের

    D
    একটি প্রতি হিসাবের

    Note: পুঞ্জিভূত অবিচল হল, কোন সম্পত্তির বিপরীতে মুনাফা বা লাভ থেকে একটি আনুমানিক অংশ সঞ্জয় করে রাখা যাতে উক্ত সম্পত্তিটি অকর্মক্ষম হয়ে গেলে সহজ্ নতুন সম্পত্তি ক্রয় করা যায়। সুতরাং অবচয় সঞ্চিতি (ক) কোন ব্যয় নয় (খ) কোন অলিখিত আয় নয় কিংবা (গ) কোন দায় নয়। বরং (ঘ) এটি একটি বিপরীত বা প্রতি সম্পত্তি।
    1. Report
  3. Question: নিচের কোনটিকে ব্যয় হিসাবে লেখা যায় না-

    A
    অবচয়

    B
    বকেয়া খরচ

    C
    কু-ঋণ সঞ্চিতি

    D
    কু-ঋণ

    Note: (ক) অবচয় হল, কোন সম্পত্তির নির্দিস্ট সময পর যে কর্মক্ষমতা লোপ পায় তার আনুমানিক প্রকাশ, সুতরাং এটিকে ব্যাংক হিসেবে ধরা হয়। (খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যয় করা হয়। ব্যয়/খরচ বকেয়া থাকলে তা আমাদের পরিশোধ করতে হবে। ফলে এটিকেও দায় হিসেবে ধরা হয়। ‘গ’ কু-ঋণ সঞ্চিতি হল, রক্ষণাশলীলতার প্রথানুসারে দেনাদারের নিকট থেকে সম্পূর্ণ টাকা না পাওয়া যেতে এটি কোন ব্যয় বা খরচ নয়। (ঘ) কু-ঋণ সঞ্চিতি হল, যে টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না। এটিকে ব্যয় হিসেবে ধরা হয়।
    1. Report
  4. Question: নগদান ভিত্তিতে হিসাবরক্ষণ বলতে বোঝায়-

    A
    সকল লেনদেন নগদে সংঘঠিত হবে

    B
    নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা

    C
    সকল লেনদেন কে নগদ অর্থে মূল্যায়ণ করাে

    D
    নগদান বহি সংরক্ষণ করা

    Note: লেনদেন হিসাব রাখার দুটি ভিত্তি বা পদ্ধতি প্রচলিত আছে। (i) বকেয়া ভিত্তি অনুযায়ী লেনদেন সংঘটিত হওয়া মাত্রই লিপিবদ্ধ করতে হয় এবং (ii) নগদান ভিত্তি অনুযায়ী কেবলমাত নগদ অর্থের আদানপ্রদান বা বিনিময় হলে লেনদেন সমূহ হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করতে হয়।
    1. Report
  5. Question: হিসাববিজ্ঞান-

    A
    একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাণ লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ

    B
    একটি কারবারী সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট

    C
    আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে

    D
    উপরের সবগুলো

    Note: হিসাববিজ্ঞানের সংজ্ঞায় বলা আছে যে, হিসাববিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যা একটি কারবার সত্ত্বার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট এবং গ্রহণ সহায়তা করতে সকল তথ্য সংশ্লিষ্টদের প্রদান করে থাকে। সুতরাং এ সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা উপরের (ক), (খ), এবং (গ) Option গুলো পেয়ে থাকি।
    1. Report
  6. Question: নিম্নের কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?

    A
    ম্যানেজারকে বেতন প্রদান

    B
    রহিমের নিকট হতে ধারে পণ্য ক্রয়

    C
    যন্ত্রপাতির অবচয় ধার্য করা

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  7. Question: রহমানের নিকট থেকে 5,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো- এ লেনদেন হিসাব সমীকরণকে কি ভাবে প্রভাবিত করবে?

    A
    সম্পত্তি ও দায় বৃদ্ধি পাবে

    B
    সম্পত্তি বৃদ্ধ পাবে এবং মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পাবে

    C
    দায় হ্রাস পাবে এবং মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পাবে

    D
    দায় বৃদ্ধি পাবে এবং মালিকানা স্বত্ত্ব হ্রাস পাবে

    Note: Not available
    1. Report
  8. Question: হিসাব বলতে কি বুঝায়?

    A
    কারবারের মোট আয়-ব্যয় সমূহ

    B
    কারবারের মোট সম্দ সমূহ

    C
    কারবারের সকল লেনদেন সমূহ লেনদেন সমূহ

    D
    লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণ

    Note: হিসাবের সংজ্ঞায় বলা হয়েছে যে, লেনদেন সমূহকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। এ সজ্ঞা থেকে সহজেই বোঝা যায় যে, একমাত্র ‘ঘ’ ই উক্ত প্রশ্নের জন্য সর্বোচ্চ সঠিক উত্তর।
    1. Report
  9. Question: নিম্নের কোন লেনদেনটি উদ্বর্তপত্রের মোট যোগফলকে প্রভাবিত করবে না-

    A
    পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়

    B
    3,000 টাকার দেয় বিল পরিশোধ করা হয়

    C
    দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হল

    D
    প্রতিষ্ঠানের মালিক কর্তৃক 800 টাকা উত্তোলন

    Note: (ক) এই লেনদেনটির ফলে পাওনাদার 500 টাকা বাড়বে, এবং ক্রয় 500 টাকা বাড়বে। নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয়কে সাধারণত বিক্রয় না করা পর্যন্ত গুদামে রাখা হয় মজুদ পণ্য হিসেবে। মজুদ পণ্য সম্পদ হিসেবে দেখানো হয়। সুতরাং লেনদেনটর ফলে সম্পদ 500 টাকা বৃদ্ধি পাবে ্টবেং দায় (পাওনাদার) 500 টাকা বাড়বে। অর্থাৎ এটির দ্বারা উদ্বর্তপত্রের মোট যোগফলের পরিবর্তন সাধিত হবে/মোট যোগফল প্র্রবাবিত হবে। (খ) এ লেনদেনটির ফলে 3,000 টাকা) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের মোট যোগফল প্রভাবিত হবে। (গ) এটির কারণে দেনাদার (সম্পদ) 4,000 টাকা কমবে এবং নগদ টাকা (সম্পদ 3,000 টাকা) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের এক পাশ্র্বে অর্থাৎ শুধুমাত্র সম্পত্তির (সম্পদ কমবে ও বাড়বে) পরিবর্তন সাধিত হবে। অর্থাৎ উদ্বর্তপত্রের মোট যোগ ফলের কোন পরিবর্তন হবে না। ঘ. এটির ফলে নগদ টাকা (সম্পদ 800 টাকা) কমে যাবে আবার উত্তোলনের দ্বারা মালিকের স্বত্ত্ব (অন্তঃদায়) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের মোট যোগ ফল প্রভাবিত হবে।
    1. Report
  10. Question: খরচ জাতীয় হিসাব সমূহ-

    A
    জমাকৃত মুনাফা হিসাবের জেরকে অবশেষে বাড়গায়

    B
    সাধারণত ক্রেডিট জের থাকে

    C
    এটি হিসাবকালে রেভিনিউ আয় অর্জনের সাথে সম্পৃক্ত ব্যয় নির্দেশ করে

    D
    উপরের সবকটি

    Note: (ক) ব্যয়/খরচ জাতীয় হিসাব সমূহ প্রতিষ্ঠানের ব্যয় নির্দেশ করে। ফলে এগুলো কখনও প্রতিষ্ঠানের মুনাফা বাড়ায় না, বরং কমায়। সুতরাং ‘ক’ Option সঠিক নয়। (খ) খরচ/ব্যয় বা খরচ জাতীয় হিসাব সমূহ কখনও ক্রেডিট জের প্রকাশ করে না, ডেবিট জের প্রকাশ করে। ফলে এটিও মিথ্যা। (গ) মুনাফা বা াআয়ের আশায় ব্যয় বা খরচ করা হয়ে থাকে। সুতরাং এগুলো নির্দিষ্ট হিসাবকালের অর্জিত আয়ের বিপরীতে ব্যয় নির্দেশ করে। (ঘ) ক ও খ সঠিক না হওয়ায় (ঘ) সঠিক নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd