হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: বছরের শেষ দিনে স্পেক্টর কোম্পানী 90,000 টাকার যন্ত্রপাতি ধারে ক্রয় করে। এই লেনদেনটি প্রভাবিত করবে।

    A
    শুধুমাত্র লাভ-ক্ষতিকে

    B
    শুধুমাত্র উদ্বর্তপত্র

    C
    লাভক্ষতি হিসাবে ও মালিকানা স্বত্ত্ব বিবরণী।

    D
    লাভ-ক্ষতি বন্টন হিসাব

    E
    ক্রয়-বিক্রয় হিসাব

    Note: Not available
    1. Report
  2. Question: নিম্নে লেনদেনগুলির মধ্যে যা অগ্রপ্রদত্ত লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়-

    A
    অনুপার্জিত আয় প্রাপ্তি হওয়া

    B
    দুই বছরের অফিস ভাড়া প্রথম বছরে প্রদান

    C
    বকেয়া বেতন পরিশোধ

    D
    বকেয়া বেতন

    E
    মুনাফা প্রাপ্তি

    Note: যে লেনদেনগুলোর জন্য প্রথম বছর টাকা প্রদান করা হয় কিন্তু সবিধা পাওয়া যায় পরবর্তী বছরে সেগুলো হল অগ্রপ্রদত্ত লেনদেন। এক মাত্র ‘খ’ তে বলা হয়েছৈ দুই বছরের অফিস ভাড়া প্রথম বছরে প্রদান।
    1. Report
  3. Question: মালিকানা স্বত্ত্ব হ্রাসের সঠিক কারণ চিহ্নিত কর-

    A
    উত্তোলন এবং নগদ কমে যাওয়া

    B
    খরচ ও দায় বেড়ে যাওয়া

    C
    উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া

    D
    খরচ ও দায় কমে যাওয়া

    E
    উত্তোলন ও দায় কমে যাওয়া

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Opthin গুলোর মধ্যে (ক) উত্তোলন ও নগদ কমে যাওয়া Option টিতে নগদ কমে গেলে পরোক্ষ ভাবে মালিকানা স্বত্ত্ব কমে যায় বা হ্রাস পায় কিন্তু উত্তোলন কমে গেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায় না। অতএব, Option টি সঠিক উত্তরের জন্য গ্রহণযোগ্য নয়। (খ) খরচ ও দায় বেড়ে যাওয়া Option টিতে খরচ বেড়ে যাওয়ার ফলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পেলেও দায় বেড়ে যাওয়ায় মালিকানা স্বত্ত্ব কমে যাবে অথবা অপরিবর্তীত থাকবে, কারণ হিসাব সমীকরণে দায় বৃদ্ধি পেতে পারে অথবা অপরিবর্তীত থাকতে পারে। কারণ হিসাব সমীকরণে দায় কমলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায় এবং খরচ কমে গেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়। সুতরাং এ Option টিও সঠিক ভাবে শুদ্ধ নয়। (ঙ) উত্তোলন ও দায় কম যাওয়া Option টিতে উত্তোলন কমে গেলে মালিকানা স্বত্ত্ব কমে না এবং দায় কমলে মালিকানা স্বত্ত্ব বাড়ে অথবা সম্পদ কমে যায়। ফলে এ Option টিও সঠিক উত্তর হিসেবে তার গ্রহণযোগ্যতা হারায়। (গ) উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া Option টিতে উভয় কারণেই মালিকানা স্বত্ত্ব হ্রাস পাবে। সুতরাং প্রশ্নটির জন্য এ Optionটি সঠিক উত্তর হিসেবে সম্পূর্ণ গ্রহণযোগ্য।
    1. Report
  4. Question: কোনটি হিসাববিজ্ঞানের তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয়?

    A
    সমানুগত

    B
    ভবিষ্যদ্বাণী

    C
    যাচাইযোগ্যতা

    D
    সামঞ্জস্যতা

    E
    নিরপেক্ষতা

    Note: হিসাবিজ্ঞানে তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট দু’প্রকার। যথা- (i) প্রাসঙ্গিকতা: ভবিষ্যৎ মূল্য বা পূর্বানুমান মূল্য, মতামত মূল্য বা পুনঃপ্রত্যাবর্তন মূল্য, সামঞ্জস্যতা হিসাববিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সামঞ্জস্যতা হিসাববিহ্ঝান তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয়।
    1. Report
  5. Question: কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ?

    A
    সম্পত্তি ক্রয়

    B
    দায় পরিশোধ

    C
    সেবা প্রদান

    D
    অফিস মনোহারী দ্রব্য ব্যবহার

    E
    খরচ পরিশোধ

    Note: যে সকল লেনদেনের দুটি পক্ষের সাথে কোন বাহ্যিক পক্ষ জড়িত নয়, শুধুমাত্র অভ্যন্তরীণ পক্ষ জড়িত তাদেরকে অভ্যন্তরীণ লেনদেন বলা হয়। যেমন ঃ সম্পত্তির অবচয়, পর্বেক্রীত কোন সম্পত্তি ব্যবহার ইত্যাদি। প্রশ্নটির Option গুলোর মধ্যে সম্পত্তি ক্রয়, দায় পরিশোধ, সেবা প্রদান ও খরচ পরিশোধ যার প্রতিটির সাথে বাহ্যিক পক্ষ্য জড়িত শুধুমাত্র অফিস মনিহারী দ্রব্য ব্যবহার লেনদেনটির সাথে কোন বাহ্যিক পক্ষ সরাসরি সংশ্লিষ্ট নয়।
    1. Report
  6. Question: নিম্নের কোন লেনদেনটি ‘সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি’ করে না?

    A
    যন্ত্রপাতি ধারে ক্রয়

    B
    পণ্যসামগ্রী ধারে ক্রয়

    C
    আসবাবপত্র নগদে ক্রয়

    D
    পরবর্তীতে বর্সের জন্য বেতন ও মজুরী আগাম প্রদান

    E
    অগ্রিম প্রাপ্ত আয় যার জন্য এখনো সেবা দেয়া হয় নাই

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের হিসাবটি বছর শেষে বন্ধ করে দেয়া হয়?

    A
    মূলধন

    B
    আসবাবপত্র

    C
    অগ্রিম ভাড়া

    D
    উত্তোলন

    E
    অনুপার্জিত আয়

    Note: সাধারণত নামিক হিসাবের জের সমূহকে সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে বন্ধ করে দেয়া হয়। প্রশ্নটির Option গুলোর মধ্যে উত্তোলন হল নামিক হিসাবের অন্তর্গত।
    1. Report
  8. Question: হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?

    A
    যৌথ মূলধন কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী

    B
    নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী

    C
    পাওনাদারগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী

    D
    ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী

    E
    বিধিবদ্ধ সংস্থাসমূহ বাহ্যিক ব্যবহারকারী

    Note: Not available
    1. Report
  9. Question: সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয়-

    A
    দ্বৈত স্বত্ত্বার মাধ্যমে

    B
    হিসাব সমীকরণের মাধ্যমে

    C
    উদ্বর্তপত্রের মাধ্যমে

    D
    লাভ-ক্ষতি হিসাবের মাধ্যমে

    E
    ডেবিট-ক্রেডিট এর মাধ্যমে

    Note: কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জ্ঞাপক প্রধান তিনটি উপাদান হলো, সম্পত্তি, দায় ও মূলধন। এদের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় হিসাব সমীকরণের মাধ্যমে।
    1. Report
  10. Question: একটি লেনদেন মোট সম্পত্তি ও মোট দায় উভয়ই 10,000 টাকা হ্রাস করে। এই লেনদেনটি হতে পারে-

    A
    নগদে 10,000 টাকা মূল্যের একটি প্রিন্টার ক্রয়

    B
    10,000 টাকা মূল্যের সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে

    C
    10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ

    D
    পাওনাদারকে 10,000 টাকা প্রদান করা হল

    E
    বাকীতে পণ্য ক্রয়

    Note: মোট সম্পত্তি ও দায় বা মালিকানা হ্রাসবৃদ্ধি হলে পরিমাণগত বা নীট পরিবর্তন। সুতরাং, এমন লেনদেন হতে হবে যার দ্বারা সম্পত্তি ও দায় এর হ্রাস ঘটায়। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে গ এর লেনদেনটির ফলে সম্পত্তি ও দায় ঋভয়ই হ্রাস পায়। কারণ লেনদেনটির জাবেদা হলো- ব্যাংক ঋণ হিঃ ডেঃ নগদান হিঃ ক্রেঃ। ঋণ হচ্ছে দায় জাতীয় হিসাব। এর বৃদ্ধিতে ক্রেডিট হয়। আর কমে গেলৈ বা হ্রাস পেলে ডেবিট করা হয়। আবার, নগদান হলে সম্পত্তি বাচক হিসাব যার বৃদ্ধিতে ডেবিট এবং হ্রাসে ক্রেডিট । সুতরাং লেনদেনটির ফলে ঋণনামক দায় হ্রাস পাবে এবং নগদ নামক সম্পদ হ্রাস পাবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd