হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করে-

    A
    হিসাব সমীকরণকে

    B
    আয়-ব্যয় বিবরণীকে

    C
    রেয়ামিলের উভয় দিককে

    D
    নগদ হিসাবকে

    Note: Not available
    1. Report
  2. Question: যে সকল হিসাবের ডেবিট জের থাকে, সেগুলো হল-

    A
    সম্পত্তি, ব্যয় ও রাজস্ব আয়

    B
    সম্পত্তি, ব্যয় ও মালিকের মূলধন

    C
    সম্পত্তি, ব্যয় ও মালিক কর্তক টাকা উত্তোলন

    D
    সম্পত্তি, মালিক কর্তৃক টাকা উত্তোলন ও ব্যয়সমূহ

    Note: হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র থেকে আমরা জেনেছি যে, সম্পদ, ব্যয় উত্তোলন, প্রভৃতি ডেবিট নির্দেশক হিসাব এবং এগুলো সাধারণত ডেবিট জের প্রকাশ করে থাকে। কখনও ক্রেডিট জের প্রকাশ করে না। আবার মালিকের পাওনা বা মূলধন, আয় বা রাজস্ব, দায় প্রভৃতি ক্রেডিট নির্দেশক এবং এগুলো ক্রেডিট জের প্রকাশ করে, স্বাভাবিক ভাবে কখনও ডেবিট জের প্রকাশ করে না।
    1. Report
  3. Question: আর্থিক বছরের শুরুতে উদ্বর্তপত্রের সম্পত্তির পরিমাণ ছিল 682 টাকা এবং মালিকের ইক্যুইটি ছিল 418 টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 37 টাকা এবং দায় কমেছে 19 টাকা। বছরে শেষে মালিকের ইক্যুইটির পরিমাণ-

    A
    418 টাকা

    B
    436 টাকা

    C
    474 টাকা

    D
    719 টাকা

    Note: আমরা জানি যে, সম্পত্তি বাড়লে, ব্যয় কমলে দায় কমলে, আয় বাড়লে মালিকনাস্বত্ত্ব বাড়ে এবং সম্পত্তি কমলে, ব্যয় বাড়লে , দায় বাড়লে , আয় কমলে মালিকানা স্বত্ত্ব কমে। বছরের শুরুতে মালিকের ইক্যুটর পরিমাণ ছিল 418 টাকা। বছর শেষে সম্পত্তি বেড়েছে 37 টাকা এবং দায় কমেছে 19 টাকা। দু’টো কারণই মালিকানা স্বত্ত্ব বৃদ্ধির কারণ। অতএব বছর শেষে মালিকের ইক্যুইটির পরিমাণ হবে (418+37+19) = 474 টাকা।
    1. Report
  4. Question: হিসাব সমীকরণ সব সময় প্রভাবিত হয়-

    A
    লেনদেনের মাধ্যমে

    B
    আয়ব্যয় বিবরণীর মাধ্যমে

    C
    রেওয়ামিলের মাধ্যমে

    D
    দালিলার মাধ্যমে

    Note: কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্দেশক উপাদান সমূহ হল সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ত্ব। হিসাব সমীকরণ এদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আর (ক) লেনদেনের মাধ্যমেই প্রতিষ্ঠনের আর্থিক অবস্থা প্রভাবত হয়। (খ) আয়-ব্যয় বিবরণী (গ) রেওয়ামিল (ঘ) দাখিলা এ গুলো কখনও আর্থিক অবস্থায় প্রভাব বিস্তার করে না। লেনদেনের দ্বারা আর্থিক অবস্থা প্রভাবত হরে হিসাব সমীকরণ ও প্রভাবিত হয়।
    1. Report
  5. Question: নিম্নের কোন লেনদেনটি ফলে কোম্পানির মোট সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পাবে-

    A
    নগদ 10,000 টাকায় একটি গাড়ি ক্রয় করা হল

    B
    ধারে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করলে

    C
    দেনাদারের কাছ থেকে 10,000 টাকা আদয় করা হল

    D
    নগদে 10,000 টাকার দায় শোধ করা হল

    Note: (ক) এ লেনদেনটির দ্বারা গাড়ি নামক সম্পত্তিটি বৃদ্ধি পায় ও নগদ টাকা (সম্পত্তি) কমে যায়। ফলে সম্পদ সমান থাকে (খ) এটির কারণে আববাবপত্র (সম্পত্তি) 10,000 টাকা ‍বৃদ্ধি এবং পাওনাদার 10,000 টাকা বৃদ্ধি পায়। ফলে সম্পত্তি বাড় ে10,000 টাকা এবং দায় বাড়ে 10,000 টাকা। (গ) এটির দ্বারা নগদ টাকা সম্পদ (10,000 টাকা) বৃদ্ধি পায় অপরদিকে দেনাদার (সম্পদ) 10,000 টাকা কমে যায়। (ঘ) এটির কারণে নগদ টাকা (সম্পদ 10,000) কমে যায়, পক্ষান্তরে দায় ও 10,ত000 টাকা কমে যায়। কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পাবে।
    1. Report
  6. Question: মৌলিক হিসাব সমীকরণ সাধারণত যে ভাবে প্রকাশ করা হয়-

    A
    A - L = E

    B
    L + E = A

    C
    A - E = L

    D
    A = L + E

    E
    A = E + L + I

    Note: Not available
    1. Report
  7. Question: কোন গ্রাহককে ধারে প্রদত্ত সেবা, হিসাব সমীকরণে নিম্নোক্ত প্রভাব ফেলবে-

    A
    সম্পদ বাড়বে ও মালিকের স্থিতি হ্রাস পাবে

    B
    দেনাবাড়বে ও মালিকের স্থিতি বাড়বে

    C
    ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে

    D
    ফার্মের সম্পদ ও দেনা বাড়বে

    Note: সেবা প্রদান করলে আয় বাড়ে। আর আয় বাড়লে মালিকের স্বত্ত্ব বাড়ে। ধারে সেবা প্রদান করায় আয় বৃদ্ধি পেয়েছে এবং তা প্রাপ্য থাকায় সম্পদ (দেনাদার) বেড়েছে।
    1. Report
  8. Question: নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?

    A
    অর্থের মূল্যে পরিমাপযোগ্য

    B
    কেবল মুনাফা নির্দেশ করে

    C
    কমপক্ষে দুটি পকষ জড়িত

    D
    আর্থক অবস্থার পরিবতৃন সাধন করে

    Note: কেবলমাত্র ‘খ’ বাদে সবগুলোই (ক,গ,ঘ) লেনদেনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। ‘খ’ কোন বৈশিষ্ট্যের হতে পারে না, কারণ- লেনদেন দ্বারা আর্থিক অব্স্থার পরিবর্তন (লাভ বা লোকসান যে ভাবেই হোক) হতে পারে।
    1. Report
  9. Question: বাংলাদেশ সিএ. (C.A) ডিগ্রী প্রদান করে-

    A
    ICMAB

    B
    SEC

    C
    BIBM

    D
    BMA

    E
    ICAB

    Note: খ. SEC হলে াশেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (Securities and Exchange Commission) গ. BIMB হতে দেযা হল MBM ডিগ্রী, ক. ICMAB হতে দেয়া হয় CMA ডিগ্রি ঙ. ICAB (Institute of Chartered Acountants of Bangladesh) হতে দেয়া হয় C.A. ডিগ্রী।
    1. Report
  10. Question: আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান হলো :

    A
    GAAPs

    B
    CASS

    C
    FRS

    D
    GAAT

    E
    IASC

    Note: Generally Accounting Principles (GAAP) হলো হিসাববিজ্ঞানের সর্বজন স্বীকৃত ও সর্বজনগ্রাহ্য নীতিমালা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd