Question: নিম্নের কোন লেনদেনটি ফলে কোম্পানির মোট সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পাবে-
Aনগদ 10,000 টাকায় একটি গাড়ি ক্রয় করা হল
Bধারে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করলে
Cদেনাদারের কাছ থেকে 10,000 টাকা আদয় করা হল
Dনগদে 10,000 টাকার দায় শোধ করা হল
Note: (ক) এ লেনদেনটির দ্বারা গাড়ি নামক সম্পত্তিটি বৃদ্ধি পায় ও নগদ টাকা (সম্পত্তি) কমে যায়। ফলে সম্পদ সমান থাকে (খ) এটির কারণে আববাবপত্র (সম্পত্তি) 10,000 টাকা বৃদ্ধি এবং পাওনাদার 10,000 টাকা বৃদ্ধি পায়। ফলে সম্পত্তি বাড় ে10,000 টাকা এবং দায় বাড়ে 10,000 টাকা। (গ) এটির দ্বারা নগদ টাকা সম্পদ (10,000 টাকা) বৃদ্ধি পায় অপরদিকে দেনাদার (সম্পদ) 10,000 টাকা কমে যায়। (ঘ) এটির কারণে নগদ টাকা (সম্পদ 10,000) কমে যায়, পক্ষান্তরে দায় ও 10,ত000 টাকা কমে যায়। কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পাবে।