হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: মোট সম্পত্তি হ্রাস এর কারণ-

    A
    স্টক লভ্যাংশ

    B
    স্টক বিভাজন

    C
    নগদ লভ্যাংশ

    D
    সম্পত্তি ক্রয়

    E
    বিক্রয় ফেরত

    Note: নগদ লভ্যাংশ প্রদান করলে নগদ অর্থ সম্পদ এবং প্রদেয় বা ঘোষণাকৃত লভ্যাংশ নামক দায় হ্রাস পায়।
    1. Report
  2. Question: যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয়, তবে-

    A
    সম্পত্তি বেশি দেখান হবে

    B
    দায় বেশি দেখান হবে

    C
    আয় বেশি দেখান হবে

    D
    ব্যয় বেশি দেখান হবে

    E
    মূলধন বেশি দেখান হবে

    Note: অনুপার্জিত আয় এক প্রকার দায়। যদি এর সমন্বয় করা না হয় তবে দায় বেশি দেখানো হবে।
    1. Report
  3. Question: বকেয়া আয় হল-

    A
    অর্জিত হওয়ার পূর্বে দায় হিসাবে গ্রহণ করা এবং লিপিব্ধ করা হয়

    B
    গ্রহণ করার পূর্বে দাম হিসাবে অর্জিত এবং লিপিবদ্ধ হয়

    C
    অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয়নি

    D
    অর্জিত হিসাবে দেখান হয় যা ইতোমধ্যে অীর্জত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছৈ

    E
    খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে

    Note: যে আয় অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে কিন্তু এখন ও নগদ গ্রহণ করা হয়নি তাই বকেয়া আয়
    1. Report
  4. Question: নিচের কোন হিসাব সেট এর সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত থাকে-

    A
    আয়, মূলধন, সম্পদ

    B
    দায়, মূলধন, ব্যয়

    C
    আয়, দায়, মুলধন

    D
    সম্পদ, মালিকের উত্তোলন, খরচ

    E
    বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা

    Note: আয়, দায় ও মুলধন সম্পর্কিত হিসাব সমূহ সর্বদা স্বাভাবক অবস্থায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।
    1. Report
  5. Question: উত্তরা কোম্পানি ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃৃদ্ধি পায় ৩০,০০০ টাকা। তাহলে মালিকানা স্বত্ব:

    A
    ৫০,০০০ টাকা বৃদ্ধি পায়

    B
    ৫০,০০০ টাকা হ্রাস পায়

    C
    ১১০,০০০ টাকা বৃদ্ধি পায়

    D
    ১১০,০০০ টাক হ্রাস পায়

    E
    ৮০,০০০ টাকা বৃদ্ধি পায়

    Note: স্মপদ হ্রাস এবং দায় বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়। সুতরাং এখানে মালিকানা স্বত্ব হ্রাস পাবে (৮০,০০০ + ৩০,০০০) = ১,১০,০০০ টাকা।
    1. Report
  6. Question: নিচের কোনটি অস্থায়ী হিসাব

    A
    নগদান হিসাব

    B
    মজুত পণ্য হিসাব

    C
    ব্যাংক হিসাব

    D
    পু্ঞ্জীভূত অবচয়

    E
    ভাড়া হিসাব

    Note: আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক হিসাবখাত হলো স্থায়ী হিসাব এবং আয় বিবরণ বিষয়ক হিসাবখাত হলো অস্থায়ী হিসাব খাত। সুতরাং এখানে ভাড়া হিসাব আয় বিবরণী বিষয়ক হিসাব খাত। অর্থাৎ এটি অস্থায়ী হিসাব খাত।
    1. Report
  7. Question: হিসাববিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি?

    A
    জাবেদা ও খতিয়ান

    B
    সুবিধা লাভ ও ত্যাগ

    C
    প্রাপক ও দাতা

    D
    লেনদেন ও আর্থিক বিবরণী

    Note: ক. জাবেদা ও খতিয়ান হিসাবরক্ষণ কাজে ব্যবহৃত দুটি হিসাব বহি খ. সুবিধা লাভ ও ত্যাগ কখনও ইনপুট ও আউটপুট হতে পারে না। গ. প্রাপক ও দাতা লেনদেনের দুটি পক্ষ অতএব ঘ. লেনদেন হিসাব বিজ্ঞানের মূল উপাদান এর পরিসমাপ্তি ঘটে আর্থিক বিবরণী তৈরীর মাধ্যমে লেনদেন ও আর্থিক বিবরণী হলো সঠিক উত্তর।
    1. Report
  8. Question: হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি?

    A
    সংস্থার কাজের কৃতিত্ব ও অবস্থান দেখিয়ে আথিৃক প্রতিবেদন প্রস্তুত করা

    B
    সংস্থা সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা

    C
    তথ্য ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক তথ্যাবলি সরবরাহ করা

    D
    সংস্থার সাথে সম্পর্কত আর্থিক তথ্যের বিশ্লেষণ ও পর্যালোচনা করা

    Note: হিসাববিজ্ঞানের উদ্দেশ্য দু’দরনের (i) প্রাথমিক উদ্দেশ্যের হলো ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত যে কোন অর্থনৈতিক লেনদেন তথ্যের সংগ্রহ ও লিপিবদ্ধ করা (ii) প্রধান বা মুল উদ্দেশ্য হলো উক্ত তথ্য সমূহ পর্যালোচনা করে নির্ভরযোগ্য, বির্ভূল ও সঠিখ এবং প্রয়োজনীয় তথ্য সমূহ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সরবরাহ করা।
    1. Report
  9. Question: বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতষ্ঠানের নাম-

    A
    এস.ই.সি.

    B
    অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

    C
    বাংলাদেশ ব্যাংক

    D
    ডি.এস.ই

    Note: এস.ই.সি (SEC) Securities and Exchange Commission 19936 সালে প্রতিষ্ঠিত হয় শেয়ার বাজার নিয়ন্ত্রণ করার জন্য। যার বর্তমান নাম পরিকল্পনা মন্ত্রণালয় দেশের অর্থনৈতিক কাজ পরিচালনা করে, (গ) বাংলাদেশ ব্যাংকের প্রধান প্রধান কাজ হল নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রামান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ প্রভৃতি (ঘ) ডি.এস.ই. (D.S.E) Dhaka Stock Exchange এখানে শেয়ার লেনদেন করা হয়।
    1. Report
  10. Question: হিসাববিজ্ঞান তথ্যের বৈশিষ্ট্য হওয়া উচিত?

    A
    প্রাসঙ্গিকতা

    B
    বিশ্বাসযোগ্যতা

    C
    বস্তুনিষ্ঠতা

    D
    সামঞ্জস্যতা

    E
    সবগুলো

    Note: হিসাব বিজ্ঞান তথ্যের বৈশিষ্ট দুই ধরনের হতে পারে- ক. প্রাথমিক বৈশিষ্ট্য - (i) Relevance (ii) Reliability খ. মাধ্যমিক বৈশিষ্ট্য - (i) Comparability (ii) Consistency
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd