হিসাবের বই সমুহ
 
  1. Question: ১,০০০ টাকা মূল্যের পণ্য বিনামুল্যে খরিদ্দারের মধ্যে বিতরণ করা হয়েছে। এখানে ডেবিট হবে-

    A
    উত্তোলন হিসাব

    B
    বিক্রয় হিসাব

    C
    চলতি হিসাবে

    D
    কোনটিই নয়

    Note: বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিক্রয় বাড়ানোর জন্য বা ভোক্তাদের সাথে পণ্যেল পরিচিতি বাড়ানো জন্য। যা বিজ্ঞাপন হিসেবে ধরা হয়। সুতরাং ১০০০ টাকা মূল্যের পন্য বিনামূল্যে খদ্দিারগণের মধ্যে বিতরণ করা হয়ছে যা বিজ্ঞাপন হিসাবে ডেবি করে লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  2. Question: VAT কোন হিসাবে ডেবিট করতে হয়?

    A
    ক্রয় বিক্রয় হিসাবে

    B
    লাভ-লোকসান হিসাবে

    C
    চলতি হিসাবে

    D
    কোনটিই নয়

    Note: VAT কে ভ্যাট চলতি হিসাবে ডেবিট করতে হয়।
    1. Report
  3. Question: কোনটি ব্যক্তিক খতিয়ান?

    A
    নগদান খতিয়ান

    B
    সম্পত্তির খতিয়ান

    C
    মাল ক্রয় খতিয়ান

    D
    পাওনাদার খতিয়ান

    Note: প্রদত্ত প্রকল্প গুলোর মধ্যে পাওনাদার খতিয়ান হচ্ছে ব্যক্তিক খতিয়ান।
    1. Report
  4. Question: পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট হতে সাধারণতঃ পণ্যের তালিকা মূল্য হতে কিছু পরিমাণ মূল্য কম নিয়ে থাকে। যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকে বলে-

    A
    নগদান বাট্টা

    B
    কারবারী বাট্টা

    C
    কমিশন

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: চেক প্রাপ্তির পর সাথে সাথে যদি ব্যাংকে জমা করা হয় তবে তিনঘরা নগদনা বহিতে-

    A
    ব্যাংক কলামকে ক্রেডিট

    B
    ক্যাশ কলামকে ডেবিট

    C
    নগদ ও ব্যক্তিবাচক হিসাব

    D
    ক্যাশ কলামকে ক্রেডিট করা হয়

    Note: চেক প্রাপ্তির পর সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হলে তিনঘরা নগদান বিইয়ের ডেবিট পাশের ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  6. Question: জনাব রহিম ৫০,০০০ টাকা নগন মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। এর হিসাব খাত গুলি:

    A
    নগদ ও মুলধন হিসাব

    B
    সম্পত্তি ও রহিম হিসাব

    C
    নগদ ও ব্যীক্তবচাচক হিসাব

    D
    নগদ ও রহিম হিসাব

    Note: জনাব রহিম ৫০,০০০ টাকা নগন মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলে হিসাব খাতগুলো হয় নগদান হিসাব ও মূলধন হিসাব। কারণ নগদ টাকা বড়ে যায়, যা সম্পত্তি বাচক হিসাব এবং মূলধন বৃদ্ধি পায়, যা মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়।
    1. Report
  7. Question: হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন্ কাজ করে?

    A
    শ্রেণীবদ্ধকরণ

    B
    লিপিবদ্ধকরণ

    C
    A ও B ‍উভয়ই

    D
    কোনটিই নয়

    Note: খতিয়ান হলো সকল হিসাব বহির রাজা, হিসাবের স্থায়ী ভান্ডার। এতে শুধুমাত্র লেনদেনসমূহ শ্রেণীবিণ্যাস করে নির্দিষ্ট শিরোনামের অধীনে লেখা হয়ে থাখে।
    1. Report
  8. Question: কোনটির জন্য কোনও খতিয়ান প্রস্তুত করা হয় না?

    A
    কারবারী বাট্টা

    B
    ক্রয়

    C
    বিক্রয়

    D
    নগদ বাট্টা

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে কারবারী বাট্টার জন্য কোন খতিয়ান প্রস্তুত করতে হয় না। কারণ এটি কোন হিসাবখাত নয়।
    1. Report
  9. Question: নিচের কোন সম্পর্কটি সঠিক?

    A
    বাট্টা প্রদান ও পাওনাদার

    B
    বাট্টা গ্রহন ও দেনাদার

    C
    বাট্টাগ্রহণ ও পাওনাদার

    D
    কোনটিই নয়

    Note: পাওনাদার মানে যে আমার কাছে টাকা পাবে। অর্থাৎ পাওনাদারকে টাকা প্রদানের সময় কখনও বাট্টা পাওয়া যায়।
    1. Report
  10. Question: দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন প্রভাবিত করে-

    A
    দুইটি হিসাব খাত

    B
    একটি হিসাব খাত

    C
    একই হিসাবখাত দুই তারিখের

    D
    কোনটিই নয়

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাবখভাত থাকতে হবে। যা হিসাব সমীকরণকে প্রভাবিত করে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd