হিসাবের বই সমুহ
 
  1. Question: দেনাদারের নিকট হতে ৫০০/= টাকা আদায় হল। এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণে যে পরিবর্তন হবে-

    A
    একটি সম্পদ বৃদ্ধি ও আরেকটি সম্পদ হ্রাস

    B
    সম্পদ বৃদ্ধি ও মূলধন বৃদ্ধি

    C
    সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস

    D
    দায় হ্রাস ও মূলধন বৃদ্ধি

    Note: দেনাদার হলো এক ধরনের সম্পদ। আর দোনাদর থেকে আদায হলে নগদ টাকা পাওয়া যায়। গদ টাকাও সম্পদ। ফলে দেনাদার থেকে আদায় হলে একটি সম্পদ বৃদ্ধি (নগদ টাকা) পাবে এবং আরেকটি সম্পদ (দেনাদার) হ্রাস পাবে।
    1. Report
  2. Question: ক্রয় হিসাবে কোন ধনের লেনদেন লিপিবদ্ধ হয়?

    A
    শুধু ক্রয়

    B
    শুধু বাকীতে ক্রয়

    C
    নগদে ও বাকিতে ক্রয়

    D
    সব ধরনের লেনদেনে

    Note: ক্রয় বইতে কিংবা জাবেদা শুধুমাত্র বাকীতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। কিন্তু ক্রয় হিসাবে (খতিয়ানের হিসাব) নগদ ও বাকী সব ধরনের ক্রয় লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  3. Question: নিম্নে প্রদত্ত হিসাবচক্রের চারটি ধাপের মধ্যে কোনটি শেষ ধাপ?

    A
    জাবেদা

    B
    খতিয়ান

    C
    সমাপনী জাবেদা লিখন

    D
    রেওয়ামিল

    Note: প্রশ্নটিতে প্রদত্ত হিসাবচক্রের চারটি ধাপের মধ্যে সমাপনী জাবেদা লিখন হল শেষ ধাপ।
    1. Report
  4. Question: ধারে মাল বিক্রয় করার সময় বিক্রেতা মালের বিবরণ লিপিবদ্ধ করে কাগজখানি মালের সাথে ক্রেতার নিকট পাঠিয়ে দেন। বিক্রেতার নিকট িইহা-

    A
    অন্ত চালান

    B
    বহিঃচালান

    C
    ভাউচার

    D
    ক্যাশ মেমো

    Note: ধারে মাল বিক্রয় করার সময় বিক্রেতা মালের বিবরণ লিপিবদ্ধ করে মালের সাথে যে বিবরণটি প্রদান করে তা বিক্রেতার নিকট বতিঃচালান ও ক্রেতার নিকট আন্তঃচালান হিসেবে গণ্য হয়। কারণ বিক্রেতার কাছ থেকে মালের সাথে সাথে ক্রেতার নিকট চলে যায়।
    1. Report
  5. Question: ‘বাকিতে ক্রয়’ ক্রয় হিসাব বহিতে লেখা হয়নি অথচ সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমন্বয় জাবেদা কোনটি?

    A
    ক্রয়-বিক্রয় হিঃ ডেঃ ক্রয় হিঃ ক্রেঃ

    B
    ক্রয় হিঃ ডেঃ পাওনাদার হিঃ ক্রেঃ

    C
    সমাপনী মজুদ হিঃ ডেঃ ক্রয়-বিক্রয় হিঃ ক্রেঃ

    D
    ক্রয়-বিক্রয় হিঃডেঃ সমাপনী মজুদ হিঃ ক্রেঃ

    Note: বাকীতে ক্রয় হিসাববহিতে লেখা না হলে সমন্বয় জাবেদার সময় যেভাবে বেইতে লেখা হয় সেভাবেই লিখে দিতে হবে। অর্থাৎ, ক্রয় হিসাব ডেঃ ও পাওনাদার হিসাব ক্রেডিট হবে।
    1. Report
  6. Question: পুরাতন আসবাবপত্র ২,০০০ টাকায় ধারে বিক্রয় করা হল, যে বহিতে লিপিবদ্ধ করতে হবে-

    A
    বিক্রয় বহি

    B
    ক্রয় বহি

    C
    নগদান বহি

    D
    প্রকৃত জাবেদা

    Note: পুরাতন আসবাবপত্র বিক্রয় সংক্রান্ত লেনদেন সবসময় প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  7. Question: প্রাপ্ত কারবারী বাট্টা কোথায় লিপিবদ্ধ করা হয?

    A
    নগদান বইতে

    B
    পাওনাদার হিসাব

    C
    ক্রয় বহিতে

    D
    কোথাও না

    Note: পণ্য ক্রয়-বিক্রয় কালে পণ্যেল ক্রয়মুল্য লিখিত মূল্য থেকে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ মুল্য ছাড় দেয় তাকে কারবারী বাট্টা বলে। একে কোন হিসাব দেখানো হয় না। চালানে পণ্যের মূল্য হতে বাদ দিয়ে দেকানো হয়।
    1. Report
  8. Question: হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি?

    A
    ৯টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৭টি

    Note: Not available
    1. Report
  9. Question: যেটি লেনদেন লিপিবদ্ধ করণ প্রক্রিয়ার ধাপ নয়-

    A
    জাবেদা করণ

    B
    লেনদেন বিশ্লেষণ

    C
    রেওয়ামিল প্রস্তুত

    D
    খতিয়ানভুক্ত করা

    Note: রেওয়ামিল প্রস্তুতকরণ লেনদেন লিপিবদ্ধ করণ প্রক্রিয়ার কোন ধাপ নয়।
    1. Report
  10. Question: মি: শরিফের নিকট হতে পণ্য ক্রয় করে ২৫,০০০ টাকার চেক প্রদান করা হলো। জাবেদা হবে-

    A
    ব্যাংক হিঃ ডেঃ ২৫,০০০; ক্রয় হিঃ ২৫,০০০

    B
    ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০

    C
    ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; নগদনা হিঃ ২৫,০০০

    D
    কোনটিই নয়

    Note: পণ্য ক্রয় করে চেক প্রদান করলে, ব্যাংক হতে টাকা চলে গেল ধরা হয়। ফলে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়। অন্যদিকে পণ্য ক্রয় করা হলে ক্রয়নামক ব্যয় বৃদ্ধি পায়। ফলে ক্রয় হিসাব ডেবিট করা হয়। সুতরঅং প্রদত্ত লেনদেনটির জাবেদা হবে- ক্রয় হিঃ ডেঃ ২৫,০০০; ব্যাংক হিসাব ২৫,০০০।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd