হিসাবের বই সমুহ
 
  1. Question: একটি খতিয়ান-

    A
    কেবল মাত্র সম্পত্তি ও দায় হিসাব ধারণ করে

    B
    অক্ষরের ক্রমানুযায়ী হিসাব দেখায়

    C
    একটি প্রাথমিক এন্ট্রির বই

    D
    প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত সকল হিসাবের একটি সংগ্রহ

    E
    কেবলমাত্র খরচ ও রাজস্বের হিসাব ধারণ করে

    Note: একটি খতিয়ান হল প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত সকল হিসাবের একটি সংগ্রহশালা, সকল হিসাব বইয়ের রাজা, সকল লেনদেনসমূহের চূড়ান্ত গন্তব্যস্থল, শেষ আশ্রয়স্থল
    1. Report
  2. Question: শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকীতে ক্রয় করল। সংশ্লিষ্ট হিসাবদ্বয় হবে-

    A
    ক্রয় হিসাব ও দেনাদার হিসাব

    B
    বিক্রয় হিসাব ও পাওনাদার হিসাব

    C
    আসবাবপত্র হিসাব ও পাওনাদার হিসাব

    D
    আসবাবপত্র হিসাব ও দেনাদার হিসাব

    E
    আসবাবপত্র হিসাব ও বিক্রেতা হিসাব

    Note: আসবাবপত্র বাকীতে ক্রয় করায় আসবাবপত্র বৃদ্ধি পায় তাই আসবাবপত্র হিসাব ডেবিট। অন্য দিকে, স্থায়ী সম্পত্তি ক্রয়ের ফলে যে দায় সৃষ্টি হয় তার জন্য আমরা ‘পাওনাদার’ (যা ধারে পণ্য) ক্রয়ের জন্য সৃষ্ট এর পরিবর্তে ঐ সম্পত্তি সরবরাহকারী বা বিক্রেতার হিসাবকে ক্রেডিট করি। সুতরাং এখানে সংশ্লিষ্ট হিসাবদ্বয় হবে আসবাবপত্র ও বিক্রেতা হিসাব।
    1. Report
  3. Question: সাধারণত কোন হিসাবটির ক্রেডিট উদ্ধত্ত থাকে?

    A
    নদহ তহবিল

    B
    আসবাবপত্র

    C
    যন্ত্রপাতি

    D
    বকেয়া বেতন

    E
    সুনাম

    Note: নগদ তহবিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, সুনাম প্রভৃতি সম্পত্তি বাচক সিাব। আর সমইত্ত ও ব্যয় বাচক হিসাব সবসময় স্বাভাবিক অবস্থায় ডেবিট উদ্ধত্ত প্রকাশ করে। দায় ও আয় বাচক হিসাব স্বাভাবিক অব্স্থায় সবসময় ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করে। বকেয়া বেতন এক প্রকার দায় বাচক হিসাব। সুতরাং ইহা ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করে।
    1. Report
  4. Question: হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা হবে:

    A
    হাসান ডেবিট, নগদ ক্রেডিট

    B
    নগদ ডেবিট, ঋণ ক্রেডিট

    C
    নগদ ডেবিট, প্রদেয়বিল ক্রেডিট

    D
    নগদ ডেবিট, হাসান ক্রেডিট

    E
    নগদ ক্রেডিট, হাসানের ঋণ ডেবিট

    Note: কারও কাছ হতে ঋণ গ্রহণ করা হলে, নগদ টাকা ও ঋণ নামক দায় বৃদ্ধি পায়। সুতরাাং এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট টু ঋণ হিসাব ক্রেডিট।
    1. Report
  5. Question: ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। এর জাবেদা হবে:

    A
    ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট

    B
    নগদ ডেবিট, ঋণ ক্রেডিট

    C
    নগদান ডেবিট, ব্যাংক ডেবিট

    D
    নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট

    E
    ব্যাংক ক্রেডিট, নগদান ক্রেডিট

    Note: ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। লেনদেনটিতে দ্বৈতসত্ত্বায় বিশ্লেষণ করলে নগদ ও ব্যাংক নামক দুটি পক্ষ পাওয়া যায়। ব্যবসায়ে নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক হতে টাকা চলে যাওয়ায় ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র অনুসমারে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেটর, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিটর।
    1. Report
  6. Question: যদি বাকীতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে, তবে সাধারণ যে বহিতে লিপিবদ্ধ করা হয় তা হল-

    A
    নগদ প্রদান জাবেদা

    B
    বিক্রয় জাবেদা

    C
    সাধারণ জাবেদা

    D
    নগদ প্রাপ্তি জাবেদা

    E
    ক্রয় জাবেদা

    Note: Not available
    1. Report
  7. Question: সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাকবটির ব্যালেন্স শূন্য হয়?

    A
    সেবা আয়

    B
    দালানকোঠা

    C
    অগ্রিম বীমা

    D
    বিজ্ঞাপন সরবরাহ

    E
    পুঞ্জিভুত অবচয়

    Note: হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি অনুসারে সমাপনী দাখিলীা ও খতিয়ান ভুক্তির পর সাধারণত নামিক বা আয়-ব্যয় জাতীয় হিসাব সমূহের জের শূন্য হয়। এখানে সেবা আয় আয় জাতীয় হিসাব।
    1. Report
  8. Question: ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। এর জাবেদা হবে:

    A
    ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট

    B
    নগদ ডেবিট, ঋণ ক্রেডিট

    C
    নগদান ডেবিট, ব্যাংক ডেবিট

    D
    নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট

    E
    ব্যাংক ক্রেডিট, নগদান ক্রেডিট

    Note: ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। লেনদেনটিতে দ্বৈতসত্ত্বায় বিশ্লেষণ করলে নগদ ও ব্যাংক নামক দুটি পক্ষ পাওয়া যায়। ব্যবসায়ে নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক হতে টাকা চলে যাওয়ায় ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র অনুসমারে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেটর, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিটর।
    1. Report
  9. Question: ইতঃপূর্বে অলোপিত একটি কুঋণ (bad debt already written off) থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন-

    A
    দেনাদার একই থাকে

    B
    দেনাদার কমে

    C
    খরচ বাড়ে

    D
    নগদ একই থাকে

    E
    বিক্রয় বাট্টা বাড়ে

    Note: অবলোপনকৃত বা অবলোপিত কু-ঋণ থেকে অপ্রত্যাশিতভাবে নগট টাকা পাওয়া গেলে জাবেদা দাখিলা হয়- নগদান হিসাব ডেবিট। আদায়কৃত অনাদায়ী পাওনা/কু-ঋণ হিসাব ক্রেডিট। ফলে কু-ঋণ অবলোপনের পর দেনাদারের পরিমান যা হয় কু-ঋণ আদায় এর পরও ঠিক একই থাকে। অর্থাৎ দেনাদারের পরিমান একই থাকে।
    1. Report
  10. Question: নিম্নের হিসাবসমূহ শুরু করার জন্য প্রারম্ভিক জাবেদার প্রয়োজন হয়-

    A
    রাজস্ব, খরচ ও সম্পত্তি

    B
    সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব

    C
    সম্পত্তি, দায় ও মালিকের উত্তোলন

    D
    রাজস্ব, ব্যয় ও দায়

    E
    রাজস্ব, ব্যয় ও নীট সম্পত্তি

    Note: নতুন কোন হিসাবকালের শুরুতে হিসাব তালিকা অনুসারে পূর্ববর্তী হিসাবকালের সমইত্ত ও দায়ের উদ্বৃত্ত নিয়ে প্রারম্ভিক দাখিলা দেয়া হয়। এখানে, Option ‘খ’ সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব যার জন্য প্রারম্ভিক দাখিলার প্রয়োজন।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd