Question: 1995 সনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেনসমূহ সংঘঠিত হয়, নগদ বিক্রয় 10,00,000 টাকা, বাকীতে বিক্রয় 24,00,000 টাকা, দেনাদার হতে অর্থ প্রাপ্ত 8,00,000 টাকা, বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয়মূল্যের উপর 20% ধরে 2,40,000 টাকার মালামাল প্রেরণ, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত 1,00,000 টাকা। বিক্রয় বহিতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে?
A
B
C
D
36,40,000 টাকা
B
35,40,000 টাকা
C
24,00,000 টাকা
D
25,40,000 টাকা
Note: বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র বাকীতে/ধারে বিক্রয় । নগদ বিক্রয়, বিক্রয় ফেরত- কোন কিছুই লিপিবদ্ধ করা হয় না। অতএব, এখানে বিক্রয় বইতে শুধুমাত্র বাকীতে বিক্রয় 24,00,000 টাকা লিপিবদ্ধ করা হবে।