হিসাবের বই সমুহ
 
  1. Question: 1995 সনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেনসমূহ সংঘঠিত হয়, নগদ বিক্রয় 10,00,000 টাকা, বাকীতে বিক্রয় 24,00,000 টাকা, দেনাদার হতে অর্থ প্রাপ্ত 8,00,000 টাকা, বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয়মূল্যের উপর 20% ধরে 2,40,000 টাকার মালামাল প্রেরণ, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত 1,00,000 টাকা। বিক্রয় বহিতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে?

    A
    36,40,000 টাকা

    B
    35,40,000 টাকা

    C
    24,00,000 টাকা

    D
    25,40,000 টাকা

    Note: বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র বাকীতে/ধারে বিক্রয় । নগদ বিক্রয়, বিক্রয় ফেরত- কোন কিছুই লিপিবদ্ধ করা হয় না। অতএব, এখানে বিক্রয় বইতে শুধুমাত্র বাকীতে বিক্রয় 24,00,000 টাকা লিপিবদ্ধ করা হবে।
    1. Report
  2. Question: অগ্রপ্রদত্ত খুচরা নগদান বহির ক্যশিয়ারকে মাসে শেষে যে অর্থ দেওয়া হয় তা হল-

    A
    মাসের প্রথমে তাকে যা দেয়া হয়েছিল

    B
    মাসের শেষে যা মোট ব্যয় হল

    C
    যে অর্থ প্রধান ক্যাশিয়ার অনুমোদন করবে

    D
    কোনটিই নয়

    Note: মাসের শেষে যে অর্থ মোট ব্যয় হলো সে পরিমাণ অর্থই প্রধান ক্যাশিয়ার প্রদান করে পূর্ববর্তী মাসের অর্থের সমান ব্যালেন্স করা হয়। আর এ কারণেই এর নামে অগ্রপ্রদত্ত খুচরা নগদান বহি।
    1. Report
  3. Question: করিম একজন সরবরাহকারীর নিকট নষ্ট পণ্য ফেরত দেয় এবং 950/= টাকা নগদ গ্রহণ করে। এই লেনদেন তার বইয়ে লিপিবদ্ধ করার জন্য জাবেদা লিখনটি হবে-

    A
    ক্রয় হিসাব ডেবিট 950 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 950 টাকা

    B
    নগদার হিসাব ডেবিট 950 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 950 টাকা

    C
    দেনাদার হিসাব ডেবিট 950 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 950 টাকা

    D
    দেনাদার হিসাব ডেবিট 950 টকা, ক্রফেরত হিসাব ক্রেডিট 950 টাকা

    Note: লেনদেনটির ফলে করিমের সম্পদ (নগদ টাকা, যা নষ্ট পণ্য ফেরত দিয়ে গ্রহণ করেছে) বেড়েছে। ফলে নগদান হিসাব ডেবিট করতে হবে। আবার ক্রয়কৃত পণ্য ফেরত দেয়ায় তার (ক্রয় বাবদ) ব্যয় হ্রাস পেয়েছে। ফলে ক্রয়ফেরত হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট 950 টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 950 টাকা।
    1. Report
  4. Question: দু’তরফা দাখিলা বলতে বোঝায়-

    A
    সম্পত্তি বাচক এবং নামক হিসাব সমূহ

    B
    দু’টি জাবেদার ব্যবহ৯ার

    C
    দুটি জাবেদার ও একটি খাতিয়ানের ব্যবহার

    D
    প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ

    E
    নগদান বহি ও জাবেদার ব্যবহার

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞায় বলা হয়েছে, যে পদ্ধতিতে লেনদেনকে দ্বৈত সত্তায় বিভক্ত করে প্রতিটি পক্ষকে ডেবিট অথবা ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি বলে। অর্থাৎ দুতরফা দাখিলা বলতে বোঝায় প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ।
    1. Report
  5. Question: একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস সংবাদ পত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকার একটি বিল পায়, যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর কান জাবেদা লিখনটির প্রয়োজন হবে-

    A
    ডেবিট বিজ্ঞাপন খরচ 250 টাকা; ক্রেডিট দেয় হিসাব 250 টাকা

    B
    ডেবিট প্রাপ্য হিসাব 250 টাকা; ক্রেডিট বিজ্ঞাপন হতে আয় 250 টাকা

    C
    ডেবিট বিজ্ঞাপন খরচ 250 টাকা; ক্রেডিট নগদান হিসাব 250 টাকা

    D
    কোন জাবেদার প্রয়োজন নাই

    Note: সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য ব্যয় সংঘটিত হয়েছে। অর্থাৎ বিজ্ঞাপনবাবদ ব্যয় হয়েছে 250 টাকা। ব্যয়টি পরিশোধ না করায় সংবাদপত্র অফিসের নিকট দায় (দেয় হিসাব) বেড়েছে। সুতরাং জাবেদা লিখনটি হেব বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট 250 টাকা, দেয় ক্রেডিট 250 টাকা ।
    1. Report
  6. Question: একটি কোম্পনির হিসাব বহিতে নিম্নলিখিত জাবেদা লিখনটি আছে- নগদান হিসাব ডেবিট-12,00 টাকা, প্রাপ্য নোট হিসাব ডেবিট 48,000 টাকা, জমি হিসাব ক্রেডিট 60,000 টাকা, লেনদেনটি-

    A
    60,00 টাকয় জমি ক্রয়ের সাথে সম্পৃক্ত

    B
    12,000 টকা নগদ প্রদানের সাথে সম্পর্কিত

    C
    60,000 টাকা মূল্যের জমি বিক্রয়ের সাথে সম্পর্কিত

    D
    মোট সম্পত্তি 12,000 টাকায় বৃদ্ধি করেছে

    Note: জাবেদা দাখিলাটিতে নগদান হিসাব ডেবিট করা হয়েছে 12,000 টাকায় অর্থাৎ কারো কাছ থেকে টাকা পাওয়া গেছে তা স্পষ্ট। অনুরূপভাবে প্রাপ্য নোট হিসাব (48,000 টাকা) ডেবিট করায় বোঝায় যাচ্ছে যে, কারো নিকট থেকে নোটে স্বাক্ষর পাওয়া গেছে। এবং জমি হিসাব ক্রেডিট (60,000 টাকা) করার ফলে বোঝা যাচ্ছে যে জমি কমে গেছে 60,000 টাকা, সুতরাং বুঝা যাচ্ছে যে 60,000 জমি বিক্রয় করে নগদ 12,000 টাকা ও 48,000 টাকার নোট পাওয়া গেছ। অর্থাৎ দাখিলাটি 60,000 টাকায় জমি বিক্রির সাথে সম্পর্কিত।
    1. Report
  7. Question: নিচে কোন বক্তব্যটি জাবেদার জন্য খাটে না বা মিথ্যা?

    A
    ইহা মূল এন্ট্রি বই নয়

    B
    ইহা লেনদেনের কালীন রেকর্ড

    C
    প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ যেহেতু সহজে তুলনা করা যায় সেহেতু ইহা ভুল নির্ধারণে সাহায্য করে

    D
    ইহা এক স্থানে একটি লেনদেনের সম্পূর্ণ ফলাফল প্রকাশ করে।

    Note: (খ) এর বক্তব্যটি মিথ্যা নয়, সত্য। কারণ জাবেদা হল লেনদেনের সময়ানুক্রমিক বা কালীন রেকর্ডের বই। (গ) এর বক্তব্যটি সত্য, কারণ জাবেদায় লেনদেনের ডেবিট ও ক্রেডিট পরিমাণ পাশাপাশি লেখা থাকায় সহজে তুলনা করে যেকোন ভুল নির্ধারণে সহায়তা করে। (ঘ) এর বক্তব্যটি মিথ্যা নয়, কারণ সম্পূর্ণ ফলাফল প্রকাশ করে। কেবল মাত্র (ক) এর বক্তব্যটি সম্পূর্ণ ভুল। কারণ জাবেদা হল হিসাব প্রক্রিয়ার প্রথম বই/প্রাথমিক বই/মূল এন্ট্রির বই/মৌখিক হিসাবের বই/সহকারী হিসাবের বই।
    1. Report
  8. Question: হিসাব প্রক্রিয়ায় জাবেদা কোন কাজটি করে?

    A
    শ্রেণীবদ্ধকরণ

    B
    লিপিবদ্ধকরণ

    C
    সংক্ষিপ্তকরণ

    D
    উপরের সবগুলো

    Note: হিসাব প্রক্রিয়ায় (ক) শ্রেণীদ্ধকরণ কাজটি করে খাতিয়ান (গ) সংক্ষিপ্তকরণ কাজটি করা হয় রেওয়ামিলের মাধ্যম এবং জাবেদা করে লিপিবদ্ধকরণ কাজ। অতএব ‘ঘ’ Option টি সঠিক হবে না।
    1. Report
  9. Question: নিম্নের কোন উক্তিটি একটি খুচরা নগদান তহবিল সম্পর্কে সত্যি নয়-

    A
    তহবিলটি অগ্রপ্রদত্ত ভিত্তিত ব্যবস্থাপনা করা হয়

    B
    তহবিলটি ছোট খাটো প্রদান যেমন- ডাক খরচ এবং খবরের কাগজের বিল ইত্যাদি প্রদানের জন্য ব্যবহৃত হয়।

    C
    তহবিলটিতে 1 বছর চলার মত যথেষ্ট টাকা থাকতে হবে।

    D
    সব সময় চেকের মাধ্যমে তহবিল পূরণ করা হয়।

    Note: নির্দিষ্ট সময় শেষে ব্যয়িত অর্থের হিসাব দাখিল করে প্রধান ক্যশিয়ারের কাঝ থেকে পরবর্তী সময়ের জন্য কুচরা ক্যাশিয়ার সমপরিমাণ অর্ত গ্রহণ করে থাকে। ফলে খুচরা নগদান তহবিলটি (ক) অগ্রপ্রদত্ত ভিত্তিতে ব্যবস্থাপনা করা হয় এবং উক্ত অর্থ ক্যশিয়ার (ঘ) সবসময় চেকের মাধ্যমে গ্রহণ করে থাকে। খুচরা নগদান তহবিলটি সাধারণত প্রতিষ্ঠানের (খ) ছোট-খাট কাজগুলো করার জন্য ব্যবহৃত হয়। তহবিলটির জন্য মাসের শেষে ব্যয়িত অর্থের সমপরিমাণ অর্থ গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। তহবিলটির জন্য মাসের শেষে ব্যয়িত অর্তের সমপরিমাণ অর্থ গ্রহণ করায় এতে (গ) এক বছর চলার মত অর্থ থাকার প্রয়োজন হয় না।
    1. Report
  10. Question: হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?

    A
    রেওয়ামিল

    B
    জাবেদা

    C
    খতিয়ান

    D
    উদ্বর্তপত্র

    E
    এটি কোন লেনদেন নয়

    Note: সাধারণত হিসাব চক্রের ধাপগুলো হলো (ধারাবাহিক ভাবে) 1.জাবেদা 2. খাতিয়ান 3. রেওয়ামিল 4. চূড়ান্ত হিসাব 5. আর্থিক বিশ্লেষণ।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd