হিসাবের বই সমুহ
 
  1. Question: নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপনী-উত্তর রেওয়ামিলে যায় না?

    A
    অনার্জিত রাজস্ব

    B
    প্রদেয় লভ্যাংশ

    C
    প্রদেয় সুদ

    D
    পুঞ্জিভূত অবচয়

    E
    আয়কর খরচ

    Note: সমাপনী দাখিলা শেষে শুধুমাত্র বাস্তব বা স্থায়ী হিসাবসমূহ নিয়ে সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করা হয়। প্রদেয় বা বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং বকেয়া আয়, অগ্রীম আয় এতে অন্তর্ভূক্ত হয়। এতে কোন প্রকার ব্যয় ও আয় অন্তর্ভুক্ত হয় না। এখানে আয়কর খরচ ব্যয় বাচক হিসাব। সুতরাং আয়কর খরচ সমাপনী উত্তর রেওয়ামিলে আসবে না।
    1. Report
  2. Question: 750 টাকার পণ্য 2/10, n/30 শর্তে জুন মাসের 13 তারিখে বাকীতে বিক্রয় করা হয়েছে। জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আস। জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছিল?

    A
    700 টাকা

    B
    685 টাকা

    C
    686 টাকা

    D
    650 টাকা

    E
    735 টাকা

    Note: 2/10, n/30 অর্থ হল বাকীতে বিক্রয় করার 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাবে, অন্যথায় 30 দিনের মধে্য অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। নীট বিক্রয়=বিক্রয়-ফেরত = (735-50) = 700 জুন 13 তারিখে বিক্রি হলো এবং জুন 23 তারিখে প্রাপ্ত হলো। অর্থাৎ 10 দিনের মধ্যে প্রাপ্ত হয়েছে। ^.:^ 700 টাকা থেকে 2% বাট্টা বাদ দিয়ে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে =700 - (700 ^-:^ 2%) = 686 টাকা
    1. Report
  3. Question: শরীফের নিকট প্রাপ্য হিসাবের 10% বা 1,000 টাকা তাকে মওকুফ করা হল। এর হিসাব কোনটি?

    A
    অনাদেয় দেনা

    B
    কু-ঋণ

    C
    নগদ বাট্টা

    D
    সন্দেহজনক ঋণ

    E
    কারবারী বাট্টা

    Note: কোন প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট হতে টাকা আদায়ের সময় তাদেরকে যে পরিমাণ টাকা ছাড়/মওকুফ করা হয় তাকে নগদ বাট্টা বলা হয়ে থাকে।
    1. Report
  4. Question: লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ (recording point of view) হতে ‘জাবেদা’ ‘খতিয়ান’- এর মধ্যে সম্পর্ক কী?

    A
    একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত (releted to each other)

    B
    একাবারেই সম্পর্কযুক্ত নয়

    C
    খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস হল জাবোদা

    D
    দুইটির প্রত্যেকটিই জের দেখায়

    E
    দুটির প্রত্যেকটিই আর্থিক বিবরণী প্রস্তুতের উৎস

    Note: লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ হতে জাবেদা ও খতিয়ানের মধ্যে প্রধান সম্পর্ক হলো জাবেদার সাহায্যে খতিয়ান প্রস্তুত করা হয়। অর্থাৎ খতিয়ানে লিপিবদ্ধকরনের প্রধান উৎস হলো জাবেদা।
    1. Report
  5. Question: ‘কর্মচারীদের উৎসব বোনাস (Festival bonus) দেওয়া হল’- এর জাবেদা হবে-

    A
    বেতন ও ভাতা হি: ডেবিট, নগদান হি: ক্রেডিট

    B
    নগদান হি: ডেবিট, বেতন ও ভাতা হি: ক্রেডিট

    C
    উৎসব বোনাস হি: ডেবিট, বেতন হি: ক্রেডিট

    D
    বেতন হি: ডেবিট, উৎসব বোনাস হি: ক্রেডিট

    E
    উপরের কোনটিই নয়

    Note: কর্মচারীদের উ’ৎসব বোসান দেওয়া হল। এ লেনদেনের জন্য জাবেদা হবে বেতন-ভাতা হিসাব ডেবিট (ব্যয় বিধায়) নগদান হিসাব ক্রেডিট (নগদ টাকা হ্রাস পাওয়ায়।)
    1. Report
  6. Question: সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ হবে?

    A
    প্রারম্ভিক জাবেদা লিখন

    B
    সমাপনী জাবেদা লিখন

    C
    সমম্বয়ী জাবেদা লিখন

    D
    সংশোধনী জাবেদা লিখন

    E
    স্থানান্তর জাবেদা লিখন

    Note: হিসাবালের শুরুতে হিসাব তালিকা অনুসারে পূর্ববর্তী হিসাবকালের সমইত্ত ও দায়ের উদ্বৃত্ত নিয়ে প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। এতে সকল প্রকার দায় ও মূলধনকে ক্রেডিট করা হয়।
    1. Report
  7. Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2/10, n/30 শর্তে 6,000 টাকার পণ্য ক্রয় করে। 1,000 টাকা পণ্য ফেরত দেওয়া হয় এবং বকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত?

    A
    120

    B
    100

    C
    600

    D
    500

    E
    1,800

    Note: 2/10, n/30 অর্থহলো যদি 10 দিনের মধ্যে পাওনা পরিশোধ করা হয়, তাহলে প্রদেয় টাকার উপর 2% বাট্টা পাবে, এবং 30 দিনের মধ্যে অবশ্যই পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে। এখানে, বাট্টা কালীন সময়ের মধ্যে পরিশোধ করায় বাট্টার পরিমাণ হবে- (6000-1000) `xx` 2% = 5000 `xx` 2% = 100 টাকা।
    1. Report
  8. Question: নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়?

    A
    নির্বাচন

    B
    লিপিবদ্ধকরণ

    C
    যাচাইকরণ

    D
    শ্রেণিকরণ

    E
    পরিবেশন

    Note: Not available
    1. Report
  9. Question: কোন হিসাবের স্বাভাবিক জের ডেবিট হতে পারে না?

    A
    খরচের হিসাবের

    B
    সম্পত্তির হিসাবের

    C
    অগ্রীম খরচ

    D
    রাজস্ব হিসাবের

    Note: Option (ঘ) রাজস্ব হিসাবের জের সব সময় ক্রেডিট জের প্রকাশ করে। কখনও স্বাভাবিভাবে ডেবিট হতে পারে না।
    1. Report
  10. Question: কোন ধরনের নগদান বই সাধারণত ব্যবহার করা হয় না?

    A
    এক ঘরা

    B
    দুই ঘরা

    C
    তিন ঘরা

    D
    চার ঘরা

    Note: কোন প্রতিষ্ঠানে সাধারণত চারঘরা নগদান বই নামে নগদান বই সংরক্ষণ করা হয় না। নগদ হিসাব সমূহ রাখার জন্য সাধারণত (ক) একঘরা নগদান বই (খ) দুইঘরা নগদান বই (গ) তিনঘরা নগদান বই (ঘ) খুচরা নগদান বই সংরক্ষণ করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd