Question: 3 বছরের জন্য বীমা খরচ নগদ প্রদান করলে সেক্ষেত্রে জাবেদা হবে-
A
B
C
D
E
বীমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
B
অগ্রীম বীমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
C
নগদান ডেবিট, অগ্রীম বীমা খরচ ক্রেডিট
D
নগদান ডেবিট, বীমা খরচ ক্রেডিট
E
এটি কোন লেনদেন নয়
Note: সাধারণত হিসাবকাল গণনা করা হয় এক বছর ধরে। অতএব, তিন বছরের জন্য বীমা খরচ প্রদান করায় নগদ টাকা (সম্পত্তি) হ্রাস পেয়েছে। যার জন্য ক্রেডি করতে হবে নগদান হিসাব। অপরদিকে বীমা খরচ/ব্যয় সংঘঠিত হওয়ার আগে পরিশোধ করায় তা অগ্রীম খরচ হিসাবে গণ্য হবে। আর অগ্রীম খরচকে সম্পত্তি হিসেবে ধরা হয়। তাই সম্পত্তি হিসাবে (অগ্রীম খরচ) ডেবিট করতে হবে।