হিসাবের বই সমুহ
 
  1. Question: নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়?

    A
    সনাক্তকরণ

    B
    অস্তিত্ব-যাচাইকরণ

    C
    তথ্য আদান-প্রদান

    D
    লিপিবদ্ধকরণ

    Note: ব্রিটিশ পদ্ধতি অনুসারে হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ধাপ গুলো হলো- লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিএশ্লষণ, জাবেদায়ণ, স্থানান্তরকরণ, রেওয়ামিল প্রস্তুত করণ, সমন্বয় দাখিলা প্রদান, সমন্বিত দেওয়ামিল তৈরি করণ, আর্থিক বিবরণী তৈরি ও বিপরীত দাখিলা প্রদান। সুতরাং এখানে অস্তিত্ব যাচাই করণ নামক কোন ধাপ নেই।
    1. Report
  2. Question: অপ্রদত্ত ভাড়ার প্রারম্ভিক জের ছিল 500 টাকা, এবং সমাপনী জের 2,800 টাকা। ভাড়া খরচ হিসাবে-এ সমন্বয় প্রক্রিয়অর কালে 1,800 টাকা ডবিট করা হয়েছে। ভাড়ার জন্য নগদ কত টাকা ব্যয়িত হয়েছিল?

    A
    1,500 টাকা

    B
    4,100 টাকা

    C
    1,000 টাকা

    D
    3,300 টাকা

    Note: নিম্নের সূত্রটির সাহায্যে আমরা সহজেই সমস্যাটির সমাধান করতে পারি- ভাড়া বাবদ নগদ ব্যয় = ভাড়া খরচ বাবদ সমন্বয় + সমাপনীজের - অগ্রপ্রদত্ত ভাড়ার প্রা. উদ্ধৃত্ত = 1,800 + 2,800 - 500 = 4,600 - 500 = 4,100 টাকা।
    1. Report
  3. Question: নিচের কোন দফাটি নগদান বই-এ লিখা হয় না?

    A
    নগদান বাট্টা

    B
    ব্যবসায়িক বাট্টা

    C
    নগদান প্রাপ্তি

    D
    নগদান প্রদান

    Note: নগদান বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রশ্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে ব্যবসায়িক বাট্টা বাদে বাকীগুলো নগদ সংক্রান্ত লেনদেন।
    1. Report
  4. Question: পাঁচ বছরের জন্য বাড়ী ভাড়া নগদে প্রদান করলে সে ক্ষেত্রে জাবেদা হবে-

    A
    বাড়ী ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট

    B
    অগ্রিম বাড়ী ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট

    C
    নগদান ডেবিট, বাড়ী ভাড়া ক্রেডিট

    D
    নগদান ডেবিট, অগ্রিম বাড়ী ভাড়া ক্রেডিট

    Note: পাঁচ বছরের জন্য বাড়ী ভাড়া নগদে প্রদান করলে তার জ্ন্য জাবেদা হবে- অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব কারণ, অগ্রিম বাড়িভাড়া নামক সম্পত্তি বৃদ্ধি ও নগদ নামক সম্পত্তি হ্রাস পায়।
    1. Report
  5. Question: নগদ ক্রয় 40,000 টাকা; ধারে ক্রয় 10,000 টাকা: কারবারী বাট্টা 10% প্যাকিং খরচ 500 টাকা; বীমা খরচ 1,000 টাকা এবং পরিবহন খরচ 2,000 টাকা। ক্রয় বাহিতে বত টাকা লিখতে হবে?

    A
    13,500 টাকা

    B
    7,500 টাকা

    C
    48,500 টাকা

    D
    12,500 টাকা

    Note: ক্রয় বহিতে সাধারণত ধারে ক্রয়ের পরিমাণ লিপিবদ্ধ করা হয়।তবে এর হতে কারবারী বাট্টা বাদ, প্যাকিং খরচ ও পরিবহন খরচ ও বীমা খরচ যোগ কার হয়।
    1. Report
  6. Question: মিঃ জাভেদ একজন আসবাবপত্রের ব্যবসায়ী। টপ ফর্ণিসার্স থেকে আসবাবপত্র ধারে ক্রয় করিলেন, জাবেদা কি হবে?

    A
    আসবাবপত্র হিসাব ডে. নগদান হিসাব ক্রে.

    B
    ক্রয় হিসাব ডে. পাওনাদার হিসাব ক্রে.

    C
    ক্রয় হিসাব ডে. পাওনাদার হিসাব ক্রে.

    D
    আসবাবপত্র হিসাব ডে. ফার্নিসার্স হিসাব ক্রে.

    Note: আসবাবপত্র ব্যবসায়ীর পণ্য হচ্ছে আসবাবপত্র। সুতরাং পণ্য ক্রয় করলে যে জাবেদা হয় এক্ষেত্রেও তাই করা হবে। অতএব, জাবেদা হবে- ক্রয় হিসাব ডে. টু টপ ফার্নিসার্স হিসাব।
    1. Report
  7. Question: ইংরেজি Journal শব্দটি ফরাসি `Jour' শব্দ হতে উদ্ভূত। Jour শব্দের অর্থ হচ্ছে-

    A
    অর্থ

    B
    হিসাব্

    C
    দিন

    D
    লেনদেন

    Note: ইংরেজি Journal শব্দটি ফরাসি `Jour' শব্দ হতে উদ্ভূত। Jour শব্দের অর্থ হচ্ছে ‘দিবস’ বা ‘দিন’।
    1. Report
  8. Question: ক্রয় জাবেদা হইতে সাধারণত কখন সাবসিডিয়ারী খতিয়ানে পোষ্টিং দেয়া হয়?

    A
    বাৎসরিক

    B
    মাসিক

    C
    সাপ্তাহিক

    D
    দৈনিক

    Note: ক্রয় জাবেদা হইতে সাধারণত কখন সাবসিডিয়ারী খতিয়ানে পোষ্টিং দিতে হয় এবং তা সাধারণত দৈনিক পোষ্টিং দেয়া হয়।
    1. Report
  9. Question: নিম্নের কোনটি হিসাবচক্রের আবশ্যকীয় ধাপ নয়?

    A
    লেনদেন বিশ্লেষণ করা

    B
    রেওয়ামিল তৈরি করা

    C
    জাবেদায় লিপিবদ্ধ

    D
    খতিয়ানে স্থানান্তর করা

    Note: ওেয়ামিল তৈরি করা হিসাব চক্রের আবশ্যকীয় ধাপ নয়। এটি ঐচ্ছিক ধাপ।
    1. Report
  10. Question: একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের মূলধন কত?

    A
    ৬০,০০০ টাকা

    B
    ৩২,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd