হিসাবের বই সমুহ
 
  1. Question: ম্যানেজার রবিনের মাসিক বেতন ১,২০০ টাকা জাবেদা হবে-

    A
    বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    বেতন খরচ হিসাব ডেবিট, বেতন প্রদেয় হিসাব ক্রেডিট

    C
    ক + খ

    D
    কোনটিই নয়

    Note: বক্তব্যটি বা ঘটনাটি কোন লেনদেন নয়। কারণ উক্ত ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। লেনদেন হতে হলে কোন ঘটনাকে লেনদেনের বৈশিষ্ট গুলো মানতে হবে। ঘটনাটি দ্বারা কারও বেতনের পরিমাণ বুঝিয়েছে মাত্র।
    1. Report
  2. Question: আয়- অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, ক্রেডিট করতে হবে-

    A
    আয় হিসাব

    B
    প্রাপ্য আয় হিসাব

    C
    অনার্জিত আয় হিসাব

    D
    নগদান হিসাব

    Note: আয় অর্জিত হয়েছে ফলে আয় বেড়েছে, আয় বাড়লে আয়-হিসাব ক্রেডিট হবে। অপরদিকে যেহেতু আয়টি নগদে পাওয়া যায়নি বা বকেয়া আছে সেহেতু এটি সম্পদ (প্রাপ্ত আয়) যা ডেবিট করতে হয়।
    1. Report
  3. Question: ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলে জাবেদা হবে-

    A
    ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব

    B
    ব্যাংক হিসাব ডেবিট টু সুদ হিসাব

    C
    সুদ হিসাব টু ব্যাংক হিসাব

    D
    নগদান হিসাব টু ব্যাংক হিসাব

    Note: ব্যাংক কর্তৃক সুদ মঝ্হুর করা হলে এ সুদ কখনও নগদে পাওয়া যায় না। ব্যাংক আমাদরে হিসাব সুদ জমা করে আমাদের ব্যাংক হিসবকে বাড়িয়ে দেয়। ব্যাংক হিসাব যেহেতু সম্পত্তি তাই সম্পত্তি বাড়ায় ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। অপর দিকে সুদ নামক আয় সংঘটিত হওয়ায় আয় বেড়েছে। আয় বাড়লে আয় হিসাবকে ক্রেডিট করতে হয়। ফলে সুদ (আয়) হিসা ক্রেডিট করতে হবে।
    1. Report
  4. Question: দাউদ কর্তৃক প্রস্তুতকৃত বিনিময় বিলে ওমর স্বীকৃতি প্রদান করল। ওমরের বহিতে সঠিক জাবেদা লিখনটি হবে-

    A
    ওমর হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব

    B
    দাউদ হিসাব টু প্রাপ্যবিল হিসাব

    C
    দাউদ হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব

    D
    ব্যাংক হিসাব ডেবিট টু প্রপ্য বিল হিসাব

    Note: ওমর কর্তৃক বিলে স্বীকৃতি দেয়ায় ওমরের দায় (প্রদয়ে বিল) বেড়ে যায়। কারণ মেযাদ পূর্তিতে বিলটি তাকে পরিশোধ করতে হবে। ফলে তাকে প্রদেয় বিল হিসাব ক্রেডিট করতে হবে। আর যার বরাবরবিলটি স্বীকৃতি প্রদান করে পাঠানো হয় তার হিসাবকে ডেবিট করতে হয়। অর্থাৎ দাউদের হিসাব ডেবিট করতে হবে।
    1. Report
  5. Question: পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেলে, এক্ষেত্রে ডেবিট করতে হবে-

    A
    ব্যাংক হিসাব

    B
    বিক্রয় হিসাব

    C
    নগদান হিসাব

    D
    বিবিধ হিসাব

    Note: পণ্য বিক্রি বা অন্য কোন কারণে চেক পাওয়া গেলে চেকিট ব্যাংক জমা না দেয়া পর্যন্ত চেকটি কে টাকার সামিল ধরে নিতে হয় বা নগদ টাকা হিসোবে গণ্য করা হয়। যাবেদা দাখিলার সময় নগদান হিসাবকে ডেবিট আর যার কাছ থেকে চেকটি পাওয়া যায় তার হিসাবকে ক্রেডিট করতে হয়। সুতরাং জাবেদাটি হবে- নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
  6. Question: ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৯,৯০০ টাকায় বাট্টাকরণ করা হয়, সঠিক জাবেদা কোনটি?

    A
    বাট্টাকৃত বিল হিসাব ডেবিট টু নগদান হিসাব

    B
    বিনিময় বিল হিসাব ডেবিট টু বাট্টাকৃত বিল হিসাব

    C
    প্রাপ্ত বিল হিসাব ডেবিট টু বাট্টা হিসাব

    D
    ব্যাংক হিসাব ডেটর টু বাট্টা হিসাব

    Note: সাধারণ নগদ টাকার জরুরি প্রয়োজন হলে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়। ফলে ব্যাংক প্রাপককে বিলে উল্লেখিত টাকার চেয়ে কিছু টাকা কম প্রদান করে। বাট্টাকারী বা প্রাপক যে পরিমাণ কম টাকা পায় তা বাট্টা নামক ব্যয় হিসেবে ডেবিট করে। এবং বাকী টাকা নগদান হিসাবে ডেবিট করে এবং বাট্টাকৃত প্রাপ্য বিল হিসাবে ক্রেডিট করে। আর ব্যাংক উক্ত লেনদেনের জন্য বাট্টাকারী হিসাব ডেবিট করে এবং বাট্টা হিসাব ও নগদান হিসাব ক্রেডিট করে। ক, খ, গ, ঘ Option গুলোতে এর একটিও দেখানো হয় নাই। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি নাই। [প্রশ্নে সঠিক উত্তর না থাকলে কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঐ প্রশ্নটির উত্তর না দেয়াই শ্রেয়।]
    1. Report
  7. Question: ব্যাংক কর্তৃক ১০০ টাকার ব্যাংক চার্জসহ ১,০০০ টাকার বিনিময় বিল আদায় হয়েছে। সঠিক জাবোদ লিখনটি হবে-

    A
    ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা ব্যাংক চার্জ হিসাব ডেঃ ১০০ টাকা ব্যাংক বিল আদায় হিসাব ১,২০০ টাকা

    B
    ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা টু ব্যাংক চার্জ হিসাব ১০০ টাকা টু ব্যাংক আদায় হিসাব ১,০০০ টাকা

    C
    ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা ব্যাংক হিসাব ১,১০০ টাকা

    D
    ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা ব্যাংক চার্জ হিসাব ক্রেঃ ১০০ টাকা ব্যাংক হিসাব ১,১০০ টাকা

    Note: ব্যাংক আমাদের নামে বিল আদায় করলে ব্যাংক আমাদের হিসাবে টাকা জমা করে দেয়। ফলে ব্যাংক হিসাব বেড়ে যায়। যেহেতু ব্যাংক হিসাবকে সম্পত্তি বলে গণ্য করা হয়, তাই সম্পত্তি বেড়ে যাওয়ায় ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। ব্যাংক বিল আদায় বাবদ চার্জ গ্রহণ করলে আমাদের ব্যয় বেড়ে যায়, ফলে ব্যাংক চার্জ হসিাব ডেবিট করতে হয়। আর বিল আদায় করার জন্য বিল আদায় হিসাব ক্রেডিট করতে হয়।
    1. Report
  8. Question: ১০,০০০ টাকা মেশিন সংস্থাপন বাবদ ব্যয় হল। সঠিক জাবেদা লিখন কোনটি?

    A
    রক্ষণাবেক্ষণ খরচ হিসাব ডেঃ টু নগদান হিসাব

    B
    অবচয় হিসাব ডেঃ টু নগদান হিসাব

    C
    লাভ-ক্ষতি হিসাব ডেঃ টু মেশিন হিসাব ডেঃ

    D
    মেশিন হিসাব ডেঃ টু নগদান হিসাব

    Note: হিসাববিজ্ঞানের ঐতিহাসিক মূল্য নীতি বা ক্রয়মুল্য নীতি অনুসারে সম্পত্তিকে ক্রয়মূল্যে দেখাতে হয়, এবং সম্পত্তিটি অর্জন করতে বা সম্পত্তিটি কার্যোপযোগী করতে বা সম্পত্তিটি ক্র হতে শুরু করে উৎপাদন করার উপযোগী করার জন্য বহন খরচ, শুল্ক খরচ, বসানো খরচ, মজুরী খরচ, বাবদ যত ব্যয় হতে ঠিক তত টাকা দ্বারা সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে এবং করচ প্রদান বাবদ নগদান হিসাব ডেবিট করতে হয়।
    1. Report
  9. Question: ৫,০০০ টাকার অগ্রীম মজুরী প্রদান সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলে বাবেদা লিখনটি হবে-

    A
    মজুরী হিসাব ডেঃ ৫০০০; টু নগদ হিসাব ৫,০০০

    B
    নগদান হিসাব ডেঃ ৫০০০; টু অগ্রীম হিসাব ৫,০০০

    C
    অগ্রীম মজুরী হিসাব ডেঃ ৫,০০০; টু নগদান হিসাব ৫,০০০

    D
    নগদান হিসাব ডেঃ ৫,০০০; টু মজুরী হিসাব ৫,০০০

    Note: মজুরী প্রদান হল এক ধরনের খরচ। আর খরচ অগ্রীম প্রদান করলে তা সম্পদ হিসাবে গণ্য হয় (অগ্রীম মজুরি)। ফলে সম্পদ বেড়ে যায় তাই অগ্রীম মজুরী (সম্পদ) হিসাবকে ডেবিট করতে হয়। আর এজন্য নগদ টাকা প্রদান করতে হয়। যার দ্বারা আরেকটি সম্পদ (নগদ টাকা) হ্রাস পায়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। ফলে নগদান হিসাব (সম্পদ) ক্রেডিট করতে হয়।
    1. Report
  10. Question: ১,০০০ টাকা অবচয় হিসাব লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা লিখন কোনটি?

    A
    অবচয় হিসাব ডেঃ টু সম্পত্তি হসিাব

    B
    লাভ-ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব

    C
    অবচয় হিসাব ডেঃ টু লাভ-ক্ষতি হিসাব

    D
    কোনটিই নয়

    Note: অবচয়কে একটি ব্যয় হিসাবে ধরা হয়। আর ব্যয়কে সাধারণত হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তর করে আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে। আর এজন্য অবচয়কে লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট ও সংশ্লিষ্ট ব্যয়কে ক্রেডিট করতে হয়। অর্থাৎ লেনদেনটির জন্য জাবেদা হবে- লাভ ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd