1. Question:হলদে সবুজে মন মাতায় কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    আকাশে হলুদ, সবুজ নানা রঙের ঘুড়ি উড়ে বেড়ায়। নানা রঙের ঘুড়িতে পরিবেশও রঙিন হয়ে ওঠে। যা সবাই উপভোগ করে।






    1. Report
  2. Question:ঘুড়িরা কীভাবে উড়ছে? 

    Answer
    ঘুড়িরা হালকা বাতাসে উড়ছে। গোধূলির ঝিকিমিকি আলোয় নানা রঙের ঘুড়িগুলো বনের মাথায় উড়ছে।






    1. Report
  3. Question:সুতায় টান পড়লে ঘুড়ির কী অবস্থা হয়? 

    Answer
    সুতায় টান পড়লে আকাশে ঘুড়িরা হোঁচট খায়। তখন ঘুড়িকে সামলানো কঠিন হয়ে পড়ে। ঘুড়ি টালমাটাল হয়ে ওঠানামা করতে থাকে।






    1. Report
  4. Question:প্যাচ লেগে গেলে ঘুড়ির কী অবস্থা হয়? 

    Answer
    প্যাচ লেগে গেলে ঘুড়ি কেটে পালায়। তখন আকাশের কোথায় কার হাতে গিয়ে পড়ে কেউ তার খবর জানে না।






    1. Report
  5. Question:ছকটি কোন প্রতিযোগিতার জন্য করা হয়েছে? নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও : 

    Answer
    ছকটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য করা হয়েছে?






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd