হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল?

    A
    ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী

    B
    কর কর্তৃপক্ষ হলে বহিঃস্থ ব্যবহারকারী

    C
    কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী

    D
    কোম্পানির শেয়ার হোল্ডার বহিঃস্থ ব্যবহারকারী

    E
    পাওনাদার হলো বহিঃস্থ ব্যবহারকারী

    Note: Not available
    1. Report
  2. Question: আয় অর্জিত হয়েছে, কিন্তু গ্রহণ করা না হলে তাকে বলে-

    A
    অনুপার্জিত আয়

    B
    অগ্রীম আয়

    C
    বকেয়া আয়

    D
    সেবা আয়

    E
    পরিকল্পিত আয়

    Note: কোন আর্থিক বছরে প্রাপ্য আয়ের যে অংশ উক্ত বছরে পাওয়া যায়নি তাকে বকেয়া বা অনাদায়ী আয় বলে। অর্থাৎ আয় অর্জিত হওয়ার পর তা নগদে গৃহীত না হলে তাকে বকেয়া বা প্রাপ্য আয় বলা হয়।
    1. Report
  3. Question: ডিসেম্বর ১৫, ২০০৮ তারিখে উত্তরা কোম্পানি জনৈক খরিদ্দারের নিকট থেকে ডিসেম্বর ২৮, ২০০৮ তারিখে সম্পাদনের জন্য একটি কার্যাদেশ জমা পড়ে থাকায় জানুয়ারি ৩,২০০৯ তারিখের পূর্বে কোম্পানি কার্যটি সম্পন্ন করতে পারল না। উক্ত খরিদ্দার সম্পাদিত কাজ েজন্য জানুয়ারি ৬, ২০০৯ তারিখে এক িচেক পাঠাল, জানুয়ারি ২০০৯ তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল এবং ১০ তারিখে তা ভাঙিয়ে নিল। এক্ষেত্রে উত্তরা কোম্পানি কখন সেবা-আয় হিসাবভুক্ত করবে?

    A
    ডিসেম্বর ১৫, ২০০৮

    B
    ডিসেম্বর ২৮, ২০০৮

    C
    জানুয়ারি ৩, ২০০৯

    D
    জানুয়ারি ১০, ২০০৯

    Note: অর্ডার বা কার্যাদেশ পাওয়া কোন লেনদেন নয়। কার্যাদেশ পাওয়ার পর লেনদেন বা কাজটি যখন সম্পদিত হয় তখন কোন দেনা-পাওনার সৃষ্টি হয়। একারনে লেনদেনটি যখন সম্পাদিত হয় তখনই লিপিবদ্ধ করা হয় হিসাববিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুসারে
    1. Report
  4. Question: কোনটি লেনদেন নয়?

    A
    বাকীতে মাল ক্রয় করা হলো

    B
    দালান কোঠার উপর ১০% হারে অবচয় ধার্য করা হলো

    C
    গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো

    D
    ভাড়া প্রদেয় হয়েছে, কিন্তু এখনও প্রদান করা হয়নি

    E
    গত বছরের তুলানায় এক বছর ৭,০-০০ টাকা কম হয়েছে

    Note: প্রশ্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে Option ‘ঙ’ এর ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের কোন আর্থিক অবস্থার পরিবতৃন সাধিত হয় না। সুতরাং এটি কোন লেনদেনের উদাহরণ নয়।
    1. Report
  5. Question: বাকীতে পণ্য বিক্রয় মৌলিক হিসাবিজ্ঞান সমীকরণের উপর নিম্নের কোন প্রভাব ফেলবে?

    A
    সম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ব-হ্রাস

    B
    সম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ব বৃদ্ধি

    C
    সম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধি

    D
    সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

    E
    সম্পদ, দায় এবং মালিকের স্বত্ত্ব অপরিবর্তিত

    Note: বাকীতে পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্ট পক্ষে দুটি হবে, দেনাদার এবং বিক্রয়। বাকীতে বিক্রির ফলে ক্রেতার নিকট টাকা পাওনা হয় তাই ইহা দেনাদার হিসাবে দেখানো হয়। আর দেনাদার হিসাব কারবারের চলতি সম্পদের অন্তর্ভুক্ত ধরা হয। আর বিক্রি বৃদ্ধির ফলে আয় বৃদ্ধি পায়। আর আয় বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে দেনাদার বৃদ্ধির ফলে সম্পত্তি বৃদ্ধি পায়।
    1. Report
  6. Question: কোনটি দায় নয়?

    A
    বকেয়া বেতন

    B
    প্রদেয় বিল

    C
    অনার্জিত আয়

    D
    অগ্রিম প্রদত্ত ভাড়া

    E
    প্রদেয় হিসাব

    Note: এখানে বকেয়া বেতন, প্রদেয় বিল, অনার্জিত আয়, প্রদেয় হিসাব সবগুলোই দায়ের উদাহরণ। ভাড়া প্রদান, ব্যয়, আর এ ব্যয় অগ্রিম প্রদান করা হলে তা সম্পিত্তি হিসেবে ধরা হয়।
    1. Report
  7. Question: বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়?

    A
    বাংলাদেশ অডিটিং স্টান্ডার্ডস

    B
    ইন্টান্যাশনাল একাউন্টিং স্টান্ডার্ডস

    C
    বাংলাদেশ ফিন্যানশিয়াল রিপোটিং স্টান্ডার্ডস

    D
    এস.ই.সি. রুলস- ১৯৮৭ এবং এস.ই.সি. অর্ডিন্যান্স- ১৯৬৯

    E
    বি.আর.পি.ডি সার্কূলার

    Note: আর্থিক বিবরণীতে সর্বজনগ্রাহ্য করার জন্য Generally Accepted Accounting Principles (GAAP) অনুসরণ করা হয়। আর আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতের ক্ষেত্রে অনুসরণ করা হয় Bangladesh Financial Reporting Standards (BFRS). এটি না থাকলে IFRS বা International Financial Reporting Standards কে ‍উত্তর ধরতে হবে।
    1. Report
  8. Question: নিচের কোনটি আর্থিক বিবরণীর গুনগত বৈশিষ্ট্য নয়?

    A
    প্রাসঙ্গিকত

    B
    বিশ্বাযোগ্যতা

    C
    পূর্বানুমান মূল্য

    D
    নির্ভরযোগ্য বর্ণনা

    E
    ঐতিহাসিক ব্যয়

    Note: আর্থিক বিবরণী যা হিসাব তথ্য প্রদান করে এর গুণগত বৈশিষ্টগুলো হল, Relevancy (প্রাসঙ্গিকতা), Reliability (নির্ভরযোগ্য) Consistency (সংগতিপূর্ণতা), Comparability (তুলনীয়তা), Faithful Representation) (বিশ্বাসযোগ্য বর্ণনা) প্রভৃতি।
    1. Report
  9. Question: অভ্যন্তরীণ সত্ত্বা হল-

    A
    দায়

    B
    সম্পত্তি

    C
    খরচ

    D
    আয়

    E
    মূলধন

    Note: অভ্যন্তরীণ সত্ত্ব বলতে মালিকগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন সমূহকে বোঝায়।
    1. Report
  10. Question: নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা স্বত্বকে পরিবর্তন করবে না?

    A
    প্রস্তাবত লভ্যাংশ

    B
    বোনাস শেয়ার বিতরণ

    C
    লভ্যাংশ প্রদান

    D
    রাইট শেয়অর বিতরণ

    E
    ইক্যুইটি শেয়ার ইস্যুকরণ

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে শুধুমাত্র B. নম্বর Optionটি (বানাস শেয়ার বিতরণ) জন্য কোম্পানীর মালিকানায় কোন পরিবর্তন আসবে না। বাকী সবগুলোর জন্য কোম্পানীর মালিকানা পরিবর্তন হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd