Question: বাকীতে পণ্য বিক্রয় মৌলিক হিসাবিজ্ঞান সমীকরণের উপর নিম্নের কোন প্রভাব ফেলবে?
Aসম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ব-হ্রাস
Bসম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ব বৃদ্ধি
Cসম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধি
Dসম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি
Eসম্পদ, দায় এবং মালিকের স্বত্ত্ব অপরিবর্তিত
Note: বাকীতে পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্ট পক্ষে দুটি হবে, দেনাদার এবং বিক্রয়। বাকীতে বিক্রির ফলে ক্রেতার নিকট টাকা পাওনা হয় তাই ইহা দেনাদার হিসাবে দেখানো হয়। আর দেনাদার হিসাব কারবারের চলতি সম্পদের অন্তর্ভুক্ত ধরা হয। আর বিক্রি বৃদ্ধির ফলে আয় বৃদ্ধি পায়। আর আয় বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে দেনাদার বৃদ্ধির ফলে সম্পত্তি বৃদ্ধি পায়।