Question: কোনটি লেনদেন নয়?
Aগ্রহকের নিকট হতে অগ্রিম গ্রহণ ৫০,০০০ টাকা
Bপরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা হল
Cমাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়
D১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয়নি
Eএই বৎসর ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত (Wastage)
Note: কোন ঘটনাকে লেনদেন হতে হলে একে লেনদেনের প্রধানবৈশিষ্ট্য গুলোর যে কোনটির অন্তর্ভুক্ত হতে হয়।
বৈশিষ্ট্য গুলো হল, অর্থের অংকৈ পরিমাপ যোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত স্বত্ত্বা, স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র, দৃর্শ মানতা প্রভৃতি। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘গ’ Option এর ঘটনাটা লেনদেনের কোন বৈশিষ্ট্যের আওতায় আসে না। অর্থাৎ এর দ্বারা আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয় নাই।