হিসাবের বই সমুহ
 
  1. Question: যখন আমরা নিজ ব্যবহারের জন্য ব্যবসা হতে পণ্য গ্রহণ করি তখন আমাদের উচিৎ-

    A
    উত্তোলন হিসাব ডেবিট; ক্রয় হিসাব ক্রেডিট করা

    B
    ক্রয় হিসাবে ডেবিট; উত্তোলন হিসাব ক্রেডিট করা

    C
    উত্তোলন হিসাব ডেবিট; মজুদ হিসাব ক্রেডিট করা

    D
    বিক্রয় হিসাব ডেবিট; মজুদ হিসাব ক্রেডিট করা

    Note: মালিক ব্যবসা হতে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব পায়। উত্তোলন হিসাব ডেবিট করা হব। আর পণ্য উত্তোলন হিসাব পায়। উত্তোলনকে ব্যবসোয়ের ব্যয় হিসাবে গণ্য করা হয়। আর ব্যয় বৃদ্ধ পেলে ডেবিট করা হয়। ফলে উত্তেলন হিসাব ডেবিট করা হবে। আর পণ্য উত্তোলন করায় ব্যবসায়ের ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করা হয়। ফলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে।
    1. Report
  2. Question: ক্রয় জাবেদার প প্রতিটি এন্ট্রির জন্য- একটি করে এন্ট্রির প্রয়োজন হয়-

    A
    সাধারণ জাবেদায়

    B
    ক্রয় জাবেদায়

    C
    দেয় হিসাব খতিয়ানে

    D
    কোনটিই নয়

    Note: ধারে ক্রয় সংক্রান্ত ক্রুটির জন্য ক্রয় জাবেদায় এন্ট্রির প্রদান করা হয়। ধারে ক্রয় এর সাথে সংশ্লিষ্ট পক্ষ দুটি হল। (1) ক্রয় হিসাব ও (2) পাওনাদার/দেয় হিসাব। সুতরাং ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন হয় দেয় হিসাব খতিয়ানে।
    1. Report
  3. Question: নিচের বিষয় গুলোর কোনটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা উচিৎ- (1) নগদ ক্রয়ের জন্য পরিশোধ (2) আসাবাবপত্র বাকীতে বিক্রয় (3) বাকীতে পণ্য দ্রব্য বিক্রয় (4) অতিরিক্ত যন্ত্রপতি বিক্রয়।

    A
    1 এবং 4

    B
    2 এবং 3

    C
    3 ও 4

    D
    2 এবং 4

    Note: সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদায় যে সকল বিষয় অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করা হয় তাহলে- (1) বাকীতে সম্পত্তি ক্রয়, (2) বাকীতে অতিরিক্ত/পুরাতন আসবাপত্র/সম্পত্তি বিক্রয় (3) সমাপনী দাখিলা (4) বিপরীত দাখিলা (5) সমন্বয় দাখিলা (6) শেয়ার ইস্যু সংক্রান্ত দাখিলা (7) প্রারম্ভিক দাখিলা প্রভৃতি।
    1. Report
  4. Question: খতিয়ান একটি-

    A
    সহকারী হিসাব বহি

    B
    সমস্ত হিসাবের রাজা

    C
    উদ্বর্তপত্র

    D
    কোনটিই নয়

    Note: খতিয়ানে সকল হিসাব সমূহ বা লেনদেন সমূহ পাকাপাকি ভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। ফলে আধুনক হিসাববিজ্ঞানের প্রধান প্রধান সব উদ্দেশ্যই খতিয়ানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তাই খতিয়ানকে সমস্ত হিসাবের রাজা বলা হয়।
    1. Report
  5. Question: নিম্নের কোন আইটেমটি সাধারণ খুচরা নগদান হতে পরিশোধ করা হয় না?

    A
    ডাক মামুল

    B
    অফিস সরবরাহ

    C
    অফিস আসবাবপত্র সংযোজন

    D
    ডাক বক্সের ভাড়া

    Note: (ক) ডাক মাশুল (খ) অফিস সরবরাহ (ঘ) বাক্সের ভাড়া এ সকল ব্যয় হল ছোট খাট ধরনের বা খুচরা ব্যয়। এদের জন্য খুচরা নগদান তহবিল ব্যবহার করা হয়। আর (গ) অফিসের আসবাবপত্র সংযোজন হলো বড় ধরনের ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয় নির্বাহ করার জন্য বড় অংকের টাকার প্রয়োজন হয়। যা খুচরা নগদান তহবিল থেকে প্রদান সম্ভব নয়।
    1. Report
  6. Question: তোমাকে যদি একটি ক্রয় চালান দেয়া হয় যাতে 5টি পণ্য প্রতিটি 400 টাকার অন্তর্ভুক্ত রয়েছে, যাতে বাদ দেয়া হয় শতকরা 25 টাকা ভাগ হারে বাণিজ্যিক বাট্টা। শতকরা 5 টাকা হারে নগদ বাট্টা। যদি উক্ত চালানের ধার সময়কালের মধ্যে পরিশোধিত হয়। তবে তোমার চেকটি কত টাকার হবে-

    A
    1,500 টাকা

    B
    1,400 টাকা

    C
    1,425 টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: একটি কোম্পানি নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায় যখন-

    A
    বাকীতে পণ্য বিক্রয় করে

    B
    বকেয়া পাওনা আদায় করে

    C
    অফিসের আসবাবপত্র ক্রয় করে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: বিক্রয় বহিতে যা লিপিবদ্ধ করা হয়-

    A
    সকল বিক্রয়

    B
    নগদ বিক্রয়

    C
    বাকীতে বিক্রয়

    D
    বাকীতে ক্রয়

    Note: বিক্রয় বই একটি বিশেষ জাবেদা। এতে যা লিপিবদ্ধ করা হয় তাহলো শুধুমাত্র বাকীতে/ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন।
    1. Report
  9. Question: নগদ বিক্রয় লিপিবদ্ধ করার জন্য কোন জাবেদা সবচেয়ে উপযোগী, নির্দেশ কর-

    A
    বিক্রয় জাবেদা

    B
    নগদান বহি

    C
    সাধারণ জাবেদা

    D
    নগদ প্রদান বই

    Note: (ক) বিক্রয় জাবেদায় লেখা হয় শুধুমাত বাকীতে বক্রিয় সংক্রান্ত লেনদেন। ফলে এটি উত্তর হবে না। (গ) সাধারণ জাবেদা/প্রকৃত জাবেদায় লেখা হয়- যে সকল লেনদেন বিশেষ জাবেদায় লেখা হয় না। (ঘ) নগদ প্রদান জাবেদায় লেখা হয় শুধুমাত্র নগদ টাকা প্রদান সংক্রান্ত লেনদেন। (খ) নগদান বহিতে লিপিবদ্ধ করা হয় যাবতীয় নগদান লেনদেন। ফলে নগদ বিক্রয় লিপিবদ্ধ করার জন্য উপযোগী জাবেদা হলো নগদান বই।
    1. Report
  10. Question: নগদে 20,000 টাকার চেয়ার পুনঃ বিক্রয়ের জন্য ক্রয় করা হয়। ইহা লিপিবব্ধ করণের জন্য জাবেদা লিখন হবে-

    A
    আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট 20,000

    B
    আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, বিবিধ নগদান হিসাব ক্রেডিট 20,000

    C
    ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, বিবিধ দেনাদার ক্রেডিট ক্রেডিট 20,000

    D
    কোনটিই নয়

    Note: পুনঃ বিক্রয়ের জন্য কোন সম্পদ/সরঞ্জাম ক্রয় করা হরে তা পণ্য/মাল হিসেবে ধরা হয়। আর পণ্য ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হয়। অতএব পুনঃ বিক্রয়ের জন্য নগদে চেয়ার ক্রয় করায়, ক্রয় হিসাব ডেবিট এবং ক্রয়ের জন্য নগদ টাকা প্রদান করায়, নগদান হিসাব ক্রেডিট করতে হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd