Question: যখন আমরা নিজ ব্যবহারের জন্য ব্যবসা হতে পণ্য গ্রহণ করি তখন আমাদের উচিৎ-
A
B
C
D
উত্তোলন হিসাব ডেবিট; ক্রয় হিসাব ক্রেডিট করা
B
ক্রয় হিসাবে ডেবিট; উত্তোলন হিসাব ক্রেডিট করা
C
উত্তোলন হিসাব ডেবিট; মজুদ হিসাব ক্রেডিট করা
D
বিক্রয় হিসাব ডেবিট; মজুদ হিসাব ক্রেডিট করা
Note: মালিক ব্যবসা হতে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব পায়। উত্তোলন হিসাব ডেবিট করা হব। আর পণ্য উত্তোলন হিসাব পায়। উত্তোলনকে ব্যবসোয়ের ব্যয় হিসাবে গণ্য করা হয়। আর ব্যয় বৃদ্ধ পেলে ডেবিট করা হয়। ফলে উত্তেলন হিসাব ডেবিট করা হবে। আর পণ্য উত্তোলন করায় ব্যবসায়ের ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করা হয়। ফলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে।