1. Question:______ বাহিনী গোলাবর্ষণ শুরু করল। 

    Answer
    শত্রু

    1. Report
  2. Question:শুক্রবারে আমাদের স্কুল ______ থাকে। 

    Answer
    বন্ধ

    1. Report
  3. Question:দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের দলে কয়জন সৈন্য ছিল? 

    Answer
    দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের দলে কয়জন সৈন্য ছিল। ১৭ই এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি হানাদার বাহিনী কুম্ল্লিার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তারা চাইছে, মুক্তিবানিনীকে ধ্বংশ করে ব্রাক্ষ্মণবাড়িয়া দখল করতে।

    1. Report
  4. Question:মুুক্তিযোদ্ধারা কখন স্বস্তির নিঃশ্বস ফেললেন? 

    Answer
    ১৭ই এপ্রিল পাকিস্তানি বাহিনী গোলাকভর্ষণ শুরু করলে মুক্তিসেনা ভাবনায় পড়ে গেলেন। দুদিন ধরে তাদের খাবার সরবরাহ বন্ধ ছিল। এরকম অবস্থায় বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌছল। সেই সঙ্গে খাবারও এলো। তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

    1. Report
  5. Question:১৬ই এপ্রিল মোস্তফা কামাল কিসের খবর পেলেন? 

    Answer
    ১৬ই এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তারা চাইছে, মুক্তিবাহিনীকে ধ্বংস করে ব্রাক্ষ্মণবাড়িয়া দখল করতে।

    1. Report
  6. Question:মু্ক্তিসেনারা খখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন? 

    Answer
    ১৭ই এপ্রিল পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ শুরু করলে মুক্তিসেনারা ভাবনায় পড়ে গেলেন। দুদিন ধরে তাদের খাবার সরবরাহ বন্ধ ছিল। এরকম অবস্থায় বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছল। সেই সঙ্গে খাবারও এলো। তখন তারা স্বস্থির নিঃশ্বাস ফেললেন।

    1. Report
  7. Question:পাকিসন্তানি স্যৈদের মোকাবেলা করা কঠিন ছিল কেন? 

    Answer
    পাকিস্তানি সৈন্যরা ছিল সংখ্যায় অনেক বেশি এবং তাদের কাছে ভারি অস্ত্রশস্ত্র ছিল। অন্যদিকে মুক্তিযোদ্ধারা ছিল সংখ্যায় কম এবং তাদের কাছে তেমন অস্ত্রও ছিল না। এসব কারণে পাকিস্তানি সৈন্যদের মোকাবেলা করা কঠিন ছিল।

    1. Report
  8. Question:বাঙলাদেশ সরকার মোস্তফা কামালকে কোন খেতাবে ভূষিত করেন। 

    Answer
    বাংলাদেশ সিপাহি মোস্তফা কামালকে মুক্তিযুদ্ধের সর্বোচ্ছ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেছেন।

    1. Report
  9. Question:সারাদিন আমি কীভাবে চলব? 

    Answer
    সারাদিন আমি ভালো হয়ে চলব। গুরুজন যেসব আদেশ করেন সেগুলো খুশি মনে পালন করব।

    1. Report
  10. Question:কারা গুরুজন? 

    Answer
    বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তিরা গুরুজন। যেমন- মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শিক্ষকেরা আমাদের গুরুজন।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd