Question:ক্রোধ বা রাগ আমাদের জন্য ক্ষতিকর কেন? এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
Answer
ক্রোধ বা রাগ আমাদের নানা রকমের ক্ষত করে। এ সম্পকেৃ পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো : ১. রাগের ফলে আমরা অনেক সময় ভালোমন্দ জ্ঞান হারিয়ে ফেলি। ২. কখনো কখনো রাগের কারণে আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। ৩. রাগের ফলে পরিবারে অশান্তি দেখা দেয়। ৪. অনেক ক্ষেত্রে রাগ মানুষের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ৫. রাগি ব্যক্তিকে কেউ পছন্দ করে না।