Question:কার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়?
Answer
পাকিস্তানিদের সেনানায়ক ইয়াহিয়ার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়।
Question:কার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়?
পাকিস্তানিদের সেনানায়ক ইয়াহিয়ার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়।
Question:কামরুল হাসানের বাবা ও মায়ের নাম কী?
কামরুল হাসানের বাবার নাম মোহাম্মদ হাশিম ও মায়ের নাম আলিয়া খাতুন।
Question:কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি আর কী কী করতেন?
কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি শরীরচর্চা করতেন। এছাড়া তিনি দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছিলেন।
Question:কামরুল হাসানের ছবিতে কী ফুটে উঠেছে?
কামরুল হাসানের ছবিতে মানুষ ও দেশেল প্রতি ভালোবাসা ফুটে উঠেছে।
Question:কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন?
কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছেন। রঙগুলো হচ্ছে- হলদে, সবুজ, লাল, সাদা, নীল এবং কালো।
Question:ঘুড়ি কোথায় উড়ে যায়?
ঘুড়ি বনের মাথায় আকাশে উড়ে যায়।
Question:ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন কেমন অবস্থা হয়?
ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন টালমাটাল অবস্থায় হয়। ঘুড়ির সুতোয় টান পড়লে ঘুড়িরা হোঁচট খায়। তখন ঘুড়ি সামলে রাখা কঠিন হয়ে পড়ে।
Question:শিশু-কিশোরদের মন আনন্দে ভরে ওঠার কারণ কী? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
শিশু-কিশোররা নিজের মতো করে খেলতে পছন্দ করে। ফসলহীন বিশাল মাঠে তারা ইচ্ছামতো খেলতে পারে। আনন্দ করতে পারে। তাদের কেউ বাধা দেয় না। এ কারণেই শিশু কিশোরদের মন আনন্দে ভরে ওঠে।
Question:ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য লেখা। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য : ১। ঘুড়ি ওড়ানোর জন্য লম্বা সুতা ও নাটাই দরকার হয়। ২। ঘুড়ির সাথে সুতা বেঁধে দিয়ে একজনকে নাটাই ধরে রাখতে হয়ে। ৩। অন্য আরেকজন কিছু দূরে গিয়ে ঘুড়িটিকে উড়িয়ে দেয়। ৪। নাটাই থেকে সুতা ছাড়লে ঘুড়ি আকাশের দিকে উড়তে থাকে। ৫। ঘুড়ি হালকা বাতাসে উড়তে পারে।
Question:কে ঘুড়ির নাগাল পায় না? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
চিল ঘুড়ির নাগাল পায় না