Question:কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
Answer
কবিতাংশটুকু ‘আদর্শ ছেলে’ কবিতার অংশ।
Question:কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
কবিতাংশটুকু ‘আদর্শ ছেলে’ কবিতার অংশ।
Question:কবিতাটির কবির নাম কী?
কবিতাটির কবির নাম কুসুমকুমারী দাশ।
Question:আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন?
আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুমকুমারী দাশ।
Question:কাজে বড় হওয়া বলতে কী বোঝায়?
কাজে বড় হওয়া বলতে ভালো কাজ করে সুনাম অর্জন করাকে বোঝায়। মুখে বড় বড় কথা না বলে কাজে দক্ষ হলেই তাকে বড় হওয়া বলে।
Question:কবি কেন মিছে ভয় পেতে বারণ করেছেন?
কবি মিছে ভয় পেতে বারণ করেছেন, কেননা আমাদের সবারই হাত-পা আছে। আমরা চেষ্টা করলেই আমাদের হাত-পা কাজে লগিয়ে সফল হতে পারি।
Question:কামরুল হাসানের জন্ম কোথায়?
কামরুল হাসানের জন্ম হয়েছে কলকাতায়।
Question:পড়ার খরচ যোগাতে কামরুল হাসান কোথায় কাজ করেছেন?
পড়ার খরচ জোগাতে কামরুল হাসান পুতুলের কারখানায় কাজ করেছেন।
Question:কামরুল হাসানের গ্রামের নাম কী?
কামরুল হাসানের গ্রামের নাম নারেঙ্গা।
Question:কোন সংগঠনের যুক্ত হয়ে কামরুল হাসান দেশসেবার দীক্ষা নিয়েছেন?
ব্রতচারী সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশসেবার দীক্ষা নিয়েছেন।
Question:বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে?
বাংলাদেশের জাতয়ি পতাকা চূড়ান্ত নকশা এঁকেছেন কামরুল হাসান।