Question:তরুণেরা কীভাবে রাঙা প্রভাত আনবে?
Answer
তরুণেরা উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনবে।
Question:তরুণেরা কীভাবে রাঙা প্রভাত আনবে?
তরুণেরা উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনবে।
Question:তরুণেরা কোন গান গেয়ে মহশ্বশান সজীব করবে?
তরুণেরা নব নবীদের গান গেয়ে মহাশ্মশান সজীব করবে।
Question:কবি কাদেরকে চলতে বলেছেন?
কবি অরুণ প্রাতের তরুণ দলকে চলতে বলেছেন।
Question:কোন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল।
Question:কী দিয়ে রাইফেল ও জাতীয় পতাকা বানানো হয়েছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল ও শক্ত কাগজ দিয়ে জাতীয় পতাকা বানানো হয়েছিল।
Question:১৯৭১ সালে বাঙলিরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
১৯৭১ সালে বাঙালিরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল স্বাধীনতা লাভের জন্য। পাকিস্তানিদের অন্যায়, অত্যাচার-নিপীড়ন থেকে বাঁচার জন্য বাঙালিরা যুদ্ধ করেছিল।
Question:স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় হালিমার বাবা কীভাবে হালিমাকে সাহায্য করেছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
বিজয় দিবস উপলক্ষে হালিমাদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতারে আয়োজন করা হয় । হালিমাকে তার বাবা প্রথমে মুক্তিযুদ্ধের ছবি আঁকতে বলেন, তারপর বিজয়ের ছবি । তাছারা হালিমার বাবা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প বলেছিলেন, যাতে হালিমা সহজেই বিষয়টি বুজতে পারে । তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কথাও মনে করিয়ে দিয়েছিলেন । বাবা এভাবে হালিমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন ।
Question:একাত্তরে পাকিস্তানি বাহিনী কী অত্যাচার করেছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মানুষকে হত্যা করে। সে রাতে তা পিলখানায় ঢুকে বাঙালি পুলিশদের গুলি করে হত্যা করে। তা শহিদ মিনারও ভেঙে ফেলেছিল। এছাড়া তারা আমাদের দেশের শ্রেস্ঠ মানুষদের হত্যা করেছিল। বাংলাাদেশের দখলের জন্য তারা সবরকম অন্যায় চেষ্টা করেছিল।
Question:বীরশ্রেষ্ঠরা কেন আমাদের মাঝে স্বরণীয় হয়ে থাকবে সেম্পর্কে পাঁচটি বাক্য লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
১। বীরশ্রেষ্ঠরা জীবনকে বাজি রেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণপণে লড়ােই করেছেন। ২। তাঁদের অসামান্য অবদানের ফরে আমরা আজ স্বাধীন ও মুক্ত। ৩। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করার শিক্ষা আমরা তাঁদের কাছে থেকেই পেয়েছি। ৪। তাদের কাছে থেকে আমরা দেশ প্রেমেরে অনন্য দৃষ্টান্ত পেয়েছি। ৫। বীরশ্রেষ্ঠরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অবদান রেখেছেন সেটি আমাদের প্রেরণা যোগাবে।
Question:নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কীভাবে?
নাতনি বুড়িকে বেশ আদর যত্ন করল। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেল।