Question:কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়?
Answer
বুলবুলি, দোয়েল, টুনটুনি এবং বাবুইকে ছোট পাখি বলা হয়।
Question:কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়?
বুলবুলি, দোয়েল, টুনটুনি এবং বাবুইকে ছোট পাখি বলা হয়।
Question:তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন?
বুবুই হেচ্ছ তাঁতি পাখি। বাবুই সরু সরু আঁশ দিয়ে বাসা বোনে। সুন্দরবাসা বুনতে পারে বলে বাবুইকে তাঁতি পাখি বলা হয়।
Question:আমাদের জাতীয় পাখির নাম কী?
আমাদদের জাতীয় পাখির নাম দোয়েল।
Question:কোকিল কান সময়ে ডাকে?
কোকিল বসন্তকালে ডাকে।
Question:টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন?
টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। এ গাছ থেকে ও গাছে নেচে নেচে ছুটে বেড়ায়। এজন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়।
Question:কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা কী করে?
কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা দলে দলে ছুটে আসে। তারপর উঁচু স্বরে ডাকতে থাকে। যেন প্রতিবাদ জানায়।
Question:কোকিল ডিম পাড়ে কোথায়?
কোকিল ডম পাড়ে কাকে বাসায়।
Question:কোন পাখি সহজে পোষ মানে?
বুলবুলি পাখি সহজে পোষ মানে।
Question:মাছরাঙা কীভাবে মাছ শিকার করে?
মাছ শিকারে মাছরাঙা খুবই দক্ষ। এর অনেক উঁচু থেকে পানিতে ঝাঁপ দিয়ে দুই ঠোঁটে মাছ তুলে আনে।
Question:কাকের ঠোঁট কেমন?
কাকের ঠোঁট খুব শক্ত।