1. Question:আমার গ্রাম সম্পর্কে চারটি বাক্য লিখ। 

    Answer
    আমার গ্রাম সম্পর্কে চারটি বাক্য-
    ১। আমার গ্রামের নাম শীতলপুর।
    ২। গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর।
    ৩। গ্রামরে পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে।
    ৪। গ্রামে আমরা সবাই মিলেমিশে থাকি।

    1. Report
  2. Question:রফিক ও সুবলকে সবাই ভালোবাসে কেন? 

    Answer
    রফিক ও সুবল দুজনই খুব ভালো ছেলে। তাা সব সময় ভাইয়ের মতো মিলে মিশে থাকে, সব কাজ মিলে মিশে সময় ভাইয়ের মতো মিলে মিশে করে। কখনো ওরা ঝগড়াঝাটি বা মারামারি করে না। ওরা বড়দের খুব শ্রদ্ধা করে। এসব কারণে গ্রামের সবাই ওদের ভালোবাসে।

    1. Report
  3. Question:রফিক ওসুবলের কয়েকটি ভালো গুণ লেখো। 

    Answer
    রফিক ও সুবলের কয়েকটি ভালো গুণ হলো:
    ১। রফিক ও সবসময় মিলে মিশে থাকে;
    ২। রফিক ও সুবল কখনো ঝগড়া বা মারামারি করে না;
    ৩। রফিক ও সুবল গুরুজনদের শ্রদ্ধ করে।

    1. Report
  4. Question:রফিক ও সুবলকে গ্রামের সকলে সহোদর মনে করে কেন? 

    Answer
    রফিক ও সুবল এক সাথে বাজারে যায়, খেলাধুলা করে, পাঠশালায় যায়। তাদের মধ্যে কখনো ঝগড়া বা মারামারি হয় না। তাা একে অপরকে ভীষণ ভালোবাসে। রফিক ও সুবলের মধ্যে সদ্ভাব দেখে গ্রামের সকলে তাদেরকে মহোদর মনে করে।

    1. Report
  5. Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর হিংসা ও মারামারি কভু নাহি করি একসাথে খেলি আর পাঠশালে যাই পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই আমাদের ছোট গাঁয়ে ছোট ঘর। 

    Answer
    আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
    থাকি সেথা সবে মিলে সবে মিলে নাহি কেহ পর।
    পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
    একসাথে খেলি আর পাঠশালে যাই।
    হিংসা ও মারামারি কভু নাহি করি, 
    পিতামাতা গরুজনে সদা মোরা ডরি

    1. Report
  6. Question:কবিতাংশটি কোন কবিতার অংশ? 

    Answer
    কবিতাংশটি ‘আমাদের গ্রাম’ কবিতার অংশ।

    1. Report
  7. Question:নিচের কবিতাংশটির কবির নাম কী? 

    Answer
    কবিতাংশটির কবির নাম- বন্দে আলী মিঞা।

    1. Report
  8. Question:গাঁয়ের ছেলেমেয়েরা গুরুজনদের সাথে কেমন ব্যবহার করে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    গাঁয়ের ছেলেমেয়েরা গুরুজনদের অত্যন্ত শ্রদ্ধা করে।

    1. Report
  9. Question:ছুটিতে আমরা ______ স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। 

    Answer
    আত্মীয়

    1. Report
  10. Question:তপুর মমাবাড়ি কোথায়? 

    Answer
    তপুর মামাবাড়ি শীতলপুর গ্রামে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd