1. Question:পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? 

    Answer
    পারুল তার বাবাকে নুন ছাড়া খাবার খাওয়াতে চেয়েছিল তাই রান্নার সময় কোন কিছুতে নুন দিলনা। সে বাবাকে বোঝাতে চেয়েছিল নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না।

    1. Report
  2. Question:রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? 

    Answer
    পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দিল। খাবারে নুন না থাকায় রাজা বিরক্ত হলেন। রাজার ছোট মেয়ে পারুল তখন রাজার কাছে নিজের পরিচয় দিল। নুনের মতো ভালোবাসে বলে রাজা তাঁর মেয়ে পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়ে পারুলকে বুকে জড়িয়ে ধরলেন।

    1. Report
  3. Question:তোমাকে আনি নুনের মতো ভালোবাসি।- একথা কে বলেছিল? 

    Answer
    তোমাকে আমি নুনের মতো ভালোবাসি।- একথা বলেছিল পারুল।

    1. Report
  4. Question:ছোট কন্যার উত্তর শুনে রানির প্রতিক্রিয়া কেমন ছিল? 

    Answer
    ছোট কন্যার উত্তর শুনে রানি অবাক হয়েছিলেন। কেননা রানি ভাবেননি ছোট কন্যা রাজাকে নুুনের মতো ভালোবাসে এমন উত্তর দিবে।

    1. Report
  5. Question:রাজা উজির, নাজির ও সেনাপতিকে কী হুকুম দিলেন ও কেন? 

    Answer
    রাজা উজির, নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসতে। কারণ, ছোট কন্যা রাজাকে নুনের মতো ভালোবাসে এ কথা বলেছিল।

    1. Report
  6. Question:ছাত্ররা কী দাবি জানিয়েছিল? 

    Answer
    ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল।

    1. Report
  7. Question:পাকিস্তানিরা কী চেয়েছিল? 

    Answer
    পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তারা আমাদরে মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।

    1. Report
  8. Question:১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি কে কে শহিদ হয়েছিলেন? 

    Answer
    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আবুল বরকত, রফিকউদ্দিন, আবদুল জব্বার শহিদ হয়েছিলেন। এদিন গুলি লেগেছিল আবদুস সালামের শরীরে। তিনিও পরে শহিদ হয়েছেন। এছাড়া নাম না জানা অনেক ভাষাপ্রেমিক শহিদ হয়েছিলেন।

    1. Report
  9. Question:ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা কী নামে ডাকি? 

    Answer
    ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা ভাষা শহিদ নামে ডাকি।

    1. Report
  10. Question:রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন? 

    Answer
    রফিকউদ্দিন আহমদ তাঁর বাবার ব্যবসায়ে সাহায্য করতে ঢাকায় এসেছিলেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd