Question:আবদুল জব্বারের বাড়ি কোথায়?
Answer
আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়ে।
Question:আবদুল জব্বারের বাড়ি কোথায়?
আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়ে।
Question:ভাষাশহিদেরা কিসের জন্য জীবন দিয়েছিলেন?
ভাষাশহিদেরা মাতৃভাষা তথা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। শহিদদের জীবনের বিনিময়ে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে।
Question:ফেব্রুয়ারি মাসে ফোটে এম কয়েকটি ফুলের নাম কী কী?
ফেব্রুয়ারি মাসে ফোটে এম কয়েকটি ফুলের নাম হলো- সাপলা, গাঁদা ও ডালিয়া।
Question:ভাষাশহিদেরা কেন অমর?
ভাষাশহিদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলায় কথা বলতে পারছি। আমরা তাঁদের শ্রদ্ধা করি, স্মরণ করি। তাই তাঁরা অমর।
Question:কবিতাংশটুকু কোন কবিতার? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও।
কবিতাংশটুকু ‘চল চল চল’ কবিতার।
Question:স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় হালিমার বাবা কীভাবে হালিমকে সাহায়্য করেছিল?
বিজয় দিবস উপলক্ষে হালিমাদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। হালিমাকে তার বাবা প্রথমে মুক্তিযুদ্ধের ছবি আঁকতে বলেন, তারপর বিজয়ের ছবি। তাছাড়া হালিমার বাবা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প বলেছিলেন, যাতে হালিমা সহজেই বিষয়টি বুঝতে পারে। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কথাও মনে করিয়ে দিয়েছিলেন। বাবা এভাবে হালিমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন।
Question:একাত্তরের পাকিস্তানি বাহিনী কী অত্যাচার করেছিল?
পাকিস্তান বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মানুষকে হত্যা করে। সে রাতে তারা পিলখানায় ঢুকে বাঙালি পুলিশদের গুলি করে হত্যা করে। তারা শহিদ মিনারও ভেঙে ফেলেছিল। এছাড়া তারা আমাদের দেশের শ্রেষ্ঠ মানুষদের হত্যা করেছিল। বাংলাদেশ দখলের জন্য তারা সবরকম অন্যায় চেষ্টা করেছিল।
Question:বীরশ্রেষ্ঠরা কেন আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
১। বীরশ্রেষ্ঠরা জীবনকে বাজি রেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণপথে লড়াই করেছেন। ২। তাঁদের অসামান্য অবদানের ফলে আমরা আজ স্বাধীন ও মুক্ত। ৩। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করার শিক্ষা আমরা তাঁদের কাঝে থেকেই পেয়েছি। ৪। তাঁদের কাঝে থেকে আমরা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত পেয়েছি। ৫। বীরশ্রেষ্ঠরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অবদান রেখেছেন সেটি আমাদের প্রেরণা যোগাবে।
Question:রূপা আপমনি কত দলনেতার কথা বলেছেন?
রূপা আপামনি দুজন দলনেতার কথা বলেছেন।
Question:নীলা ও তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে কি তৈরি করল?
নীলা ও তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে লম্বা লম্বা শিকল তৈরি করল।