1. Question:শ্যমল তার পরিবারের সাথে কেন মামার বাড়িতে বেড়াতে যায়? 

    Answer
    শ্যামল তার পরিবারের সাথে গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য মামার বাড়িতে বেড়াতে যায়। এতে তার নানা-মামি খুব খুশি হয়, শ্যামল তার মামাতো ভাইবোনদের সাথে নানারকম মজার খেলা খেলে থাকে।

    1. Report
  2. Question:শ্যমল মামাবাড়িতে কোন খেলার কথা বলে? খেলাটি কীভাবে খেলে? 

    Answer
    শ্যামল মামার বাড়িতে ‘কানামাছি ভোঁ ভোঁ’ খেলার কথা বলে। খেলাটির শুরুতেই শ্যমলের চোখ বেঁধে দেওয়া হয়। তাপর সকলকে সে ধরার চেষ্টা করে ব্যর্থ হলেও তাল ছাড়ে না। হঠাৎ তার বোন শারমিনকে ধরতে পাবার পর তার মুক্তি মেলে । পরে তার বোন শারমিনের চোখ বেঁধে দেওয়া হয়। এভাবেই সকলে আনন্দের সাথে খেলতে থাকে।

    1. Report
  3. Question:কানামাছি খেলার নিয়ম সম্পর্কে তিনটি বাক্য লেখো। 

    Answer
    কানামাছির খেলার তিনটি নিয়ম হলো:
    ১। একজনের চোখ ভালোভাবে বাঁধা থাকে যে চোখ বাঁধা অবস্থায় অন্যদের ধরার চেষ্টা করে।
    ২। সকলে তার পাশে মাছির ঝাঁকের মতো ঘুরতে থাকে।
    ৩। খেলা চলাকালীন সকলে নানারকম ছড়া বলতে থাকে।

    1. Report
  4. Question:মামাবাড়িতে তপৃু কীভাবে সময় কাটায়? 

    Answer
    দুপুরবেলা তপু সবার সাথে মিলে মিছিমিছি বনভোজন করে। বিকেলে সে কেলা করে। আর রাতে উঠোনে মাদুর পেতে সবার সাথে গল্প করে।

    1. Report
  5. Question:কানামাছি খেলার শুরুতে কার চোখ বাঁধা হয়েছিল? 

    Answer
    কানামাছি খেলার শুরুতে রাতুলের চোখ বাঁধা হয়েছিল।

    1. Report
  6. Question:চোখ বাঁধা অবস্থায় রাতুল কাকে ধরতে পেরেছিল? 

    Answer
    চোখ বাঁধা অবস্থায় রাতুল কান্তাকে ধরতে পেরেছিল।

    1. Report
  7. Question:তপুর কথা শুনে সবাই হেসে উঠল কেন? 

    Answer
    সন্ধ্যার পরে বাড়ির উঠানে সবাই গল্প করতে বসেছিল। তখন তপু হঠাৎ করে কানামাছি খেলার কথা বলায় সবাই মজা পেয়ে হেসে উঠেছিল।

    1. Report
  8. Question:আমাদের দেশের ছেলেরা কথায় বড় না কিসে বড় হবে? 

    Answer
    আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে।

    1. Report
  9. Question:আমাদের ছেলেরা কি পণ করবে? 

    Answer
    আমাদের ছেলেরা আদর্শ মানুষ হয়ে ওঠার পণ করবে।

    1. Report
  10. Question:বিপদ এলে ছেলেরা কী করবে? 

    Answer
    বিপদ এলে লেরা ভয় না করে এগিয়ে যাবে। তারা বিপদকে হারিয়ে দেবে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd