1. Question:কেমন ছেলেকে কেউ চায় না? 

    Answer
    যে ছেলের কথায় চোখে জল আসে আর মাথা ঘুরে যায়, তেমন ছেলেকে কেউ চায় না।

    1. Report
  2. Question:ছেলেদের কীভাবে খাটতে হবে? 

    Answer
    ছেলেদেরকে মনপ্রাণ দিয়ে খাটতে হবে।

    1. Report
  3. Question:কেমন করে দেশের কল্যাণ হবে? 

    Answer
    পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলেই দেশের কল্যাণ হবে।

    1. Report
  4. Question:কথায় বড় না হয়ে কী হতে হবে? 

    Answer
    কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে।

    1. Report
  5. Question:পণ করতে হবে কেন? 

    Answer
    ভালো মানুষ হবার জন্য পণ করতে হবে। ভালো মানুষকে সবাই ভালোবাসে।

    1. Report
  6. Question:বিপদ এলে কী করতে হবে? 

    Answer
    বিপদ এলে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যেতে হবে। ভয় পেলে পিছিয়ে থাকলে চলবে না।

    1. Report
  7. Question:অলসদের কেউ ভালোবাসে না কেন? 

    Answer
    অলসদের হাত, পা, রক্ত মাংস, বুদ্ধি থাকলেও তারা কোনো কাজ করে না। তারা অকারণে সময় নষ্ট করে। দেশ ও মানুষের কল্যাণে কোনো কাজ করে না। এ জন্যই অলসদের কেউ ভালোবাসে না।

    1. Report
  8. Question:অলসরা দেশ ও মানুষের কাজে লাগে না কেন? 

    Answer
    অলসেরা কোনো কাজ করে না। তারা মুখে বড় বড় কথা বলে। তারা খুব ভীতু স্বভাবের হয়। কেউ বিপদে পড়লে তাকে ফেলে ভয়ে পালিয়ে আসে। তাদের বুদ্ধি থাকলেও তা কাজে লাগায় না। এজন্য তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে না।

    1. Report
  9. Question:দেশ ও জাতির কল্যাণের জন্য কী করতে হবে? এ সম্পর্কে ৫টি বাক্য লেখো। 

    Answer
    দেশ ও জাতির কল্যাণের জন্য করণীয় বিষয় সম্পর্কে ৫টি বাক্য নিচে দেওয়া হলো।
    ১। অলসতা দূর করে বুদ্ধি খটিয়ে কাজ করতে হবে।
    ২। কোনো কাজকে ভয় পেলে পিছিয়ে গেলে চলবে না।
    ৩। কথায় নয় বরং কাজে বড় হতে হবে।
    ৪। সময়ের সঠিক ব্যবহার করতে হবে।
    ৫। ভালো মানুষ হওয়ার সংকল্প করতে হবে।

    1. Report
  10. Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন আমাদের দেশে হবে সেই ছেলে কবে ‘মানুষ হতেই হবে’ এই যার পণ। নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ? বিপদ আসিলে কাছে হও আগুয়ান 

    Answer
    আমাদের দেশে হবে সেই ছেলে কবে
    কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
    মুখে হাসি বুকে বল, কেজে ভরা মন
    ‘মানুষ হতেই হবে’ এই যার পণ।
    বিপদ আসিলে কাছে হও আগুয়ান
    নাই কি শরীরে বরক্ত, মাংস, প্রাণ?

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd